ভুলিনি কিছুই প্রিয়
সব রেখেছে যতনে আগলে
পোড়া এই হৃদয় গহীনে
শুধু পারিনা দেখাতে কি কষ্ট আছে জমা
শুধুই তোমার জন্যে।।
তোমাকে ভেবে এখনো ফেলি ক'ফোটা চোখের জল
তুমি দেখোনা তা ফিরে কখনোই
শুধুই ভাবো এক পাষানীকে দিয়েছিলে তোমার হৃদয়
যে ছেড়ে গেছে সুখের বাসর সাজাতে।।
সুখের বাসরে থাকি আমি ভাবো তুমি প্রতিনিয়ত
কি যে কষ্ট পোড়াই আমায় বুঝোনি তুমি কখনো
আমার সত্বায় মিশে আছো তুমি
ভুলতে পারিনা প্রিয় তোমায় এখনো
আমি তো নিমজ্জিত শুধুই তোমাতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




