ক্ষনিকের একটু দেখায় কতোটা তৃপ্ত হই আমি
বেশ ভালোই বুঝে গিয়েছো তুমি
তাই তো বার বার ডাকি তোমায়
কাছে আমার, আর ধন্য হই আমি।।
একটু দেখায় খুব কাছে থাকো তুমি
তবু আমাকে একটু ছোঁয়ারও চেষ্টা করো না
কখনো পাইনা খুজে তোমার দুচোঁখে
কামুকতার কোন লক্ষন, শুধু আমার জন্য
মুগ্ধতাই দেখি তোমার চোঁখে,
তোমার এই গুনটাই আকর্ষণ করে আমায়
তাই এই মনটা ছুটে যেতে চায় তোমার কাছে ।।
কি যে দেখো এতো মুগ্ধ হয়ে আজো বুঝিনি আমি,
তোমাকে কাছে টানতে কখনো কোন প্রসাধনীর প্রলেপ লাগাইনি
গায়ে মাখিনি কড়া সুগন্ধি, তবু তুমি ছুটে আসো
কাছে আমার যখনি ডাকি আমি।।
তোমার হাসি মুখটাকে বড্ড ভালোবাসি আমি
ভালোবাসি তোমার উদাসিনতাকে
ভালোবাসি তোমার পাগলামি
ভালোবাসি শুধুই তোমায় আমি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




