ভারতের রগরগে রাজনীতি নিয়ে যখন সমালোচনায় মেতেছে সারা বিশ্ব ঠিক অন্যপাশে তখন একটি ছোট্ট দেশে মানুষ মরছে । মরছে মানবতা, মানসিকতা আর স্বাভাবিক বুদ্ধিবৃত্তি । চারপাশে গজাচ্ছে অসংখ্য দল, মত আর উপদল, উপমত । হাতের ওপর পা আর পায়ের ওপর মাথা দিয়ে ঘটছে বিভাজন । না, এ বিভাজন কোষ বিভাজনের মত জৈবিক গতানুগতিক আর সাধারণ বিপ্লব নয় । এই বিপ্লব প্রতিনিয়ত ভেঙ্গে দিচ্ছে সমাজতন্ত্র, ভেঙ্গে দিচ্ছে গনতন্ত্র আর নষ্ট করে দিচ্ছে বাড়ন্ত ছেলেমেয়েদের মানসিকতা । শেকড়ে যদি ঘুন ধরে তো বাঁচতে হলে ঘুনের সঙ্গে সমঝোতা করাটাকেই আজকাল বাস্তবতা বলে ধরে নিতে হচ্ছে । অদ্ভুত লাগছে যখন শেকড়ে ওষুধ দিয়ে ঘুন মারার অপরাধে কাওকে মৃত্যুদণ্ডে সারাজীবন লটকে থাকতে হয় অথচ সেই ঘুন যে তাকে নষ্ট করে দিচ্ছে সেটা আড়ালেরও আড়ালে নিকষ অন্ধকারে বেঁচে থাকে । যুদ্ধাপরাধিরদের অপরাধ ছিল তারা মানুষ মেরেছে, ধর্ষণ করেছে, সহস্র সধবার নাকফুল আর সিঁদুরের কৌটা ছুঁড়ে ফেলেছে কমোডে । তাদের ফাঁসি হচ্ছিলনা বলে গণজাগরণ মঞ্চ হয়েছে, পাকিস্তানি পন্য বর্জন ক্যাম্পেইন হয়েছে, লং মার্চ না রোড মার্চ কি যেন বলে সেটাও হয়েছে । এবং হ্যাঁ, অবশেষে তাদের ফাঁসিও হচ্ছে । ফাঁসির আগে আগে তাঁদেরকে ছিপের আগায় কেঁচোর পরিবর্তে গেঁথে আমাদের কে জালে ফেলার পাঁয়তারা করা হয়েছে; হয়েছে বলব না এখনো হচ্ছেই । এটা একটা ফরেভার অনগোয়িং প্রসেস, সারাজীবন ধরে এমন অসংখ্য টোপ আমাদের সামনে আসবে যাবে আর আমরা গিলবো । আমি ধর্মভিত্তিক রাজনীতি বিরোধী লেখাও লিখেছি, জামায়াত কে গালি দিয়েছি আর নিন্দা তো বটেই । এই কাজটা শুধু আমি একা করিনি, আমার মত কিংবা আমার মত নয় এমন আরও অনেকেই করেছেন । আচ্ছা, আমরা যদি জামায়াত কে ক্ষমতায় আনি তাহলে কেমন হবে ????
আমি জানি সবাই আমাকে এখন গালি দেবেন, শুধু যে গালি দেবেন তাই নয় বরং সঙ্গে কাঁঠাল পাতা দিতেও কার্পণ্য করবেন না সে আমি জানি । জামায়াত ক্ষমতায় আসলে আমরা কি করব ? আমার মত অনেক অনেক অসাম্প্রদায়িক চিন্তাধারার মেয়েরা বোরখা পরে রাস্তায় বের হবে, পড়াশোনা ছেড়ে দিয়ে অন্দরমহলে উর্দু ফারসি তে দীক্ষা নেয়া শুরু করবে । কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয় । আমাদের সংস্কৃতি বলে যে একটা জিনিস আছে সেটার কি হবে ? ঈদে, পুজায় আর বড়দিনে যে তিনবন্ধু একই থালায় খাবার খেয়েছি সেটার কি হবে ???? কালীপূজায় যে আমরা তিনজন একই সঙ্গে প্রদীপ জ্বালিয়েছিলাম তার আলোয় আমাদের চোখ মুখ কি আলাদা আলাদা করে চেনা যাবে ????? না, যাবেনা । সেদিন পত্রিকায় দেখলাম দেশের প্রধান দু’দলের কি সহিংস সমাবেশ !!! একজন তিস্তা চুক্তির পক্ষে বললে আরেক পক্ষকে অবশ্যই প্রকৃতি প্রত্যায় ভেঙ্গে ভেঙ্গে তার বিপরীতে সভা সমাবেশ করতে হবে সেটাই স্বাভাবিক । মানেটা দাঁড়াচ্ছে দেশের বা মানুষের জন্য কেউ রাজনীতি করেন না, বিতর্কে জিতে বাসায় ফিরতে হবে এটাই প্রধান লক্ষ্য ! কিন্তু এতো শত্রুতা যে একজন উজান হলে আরেকজন শুধু ভাটিতেই যান না বরং হেলিকপ্টার যোগে ভাটিতে যান ! এমতাবস্থায় যদি তারা কোন বিষয় নিয়ে মতৈক্যে না গিয়ে একমতে চলে যান তাহলে ব্যাপারটা কি দাড়ায় ??? ফর ম্যানকাইন্ড, মানে মানবজাতির স্বার্থে ???
এবার সোজাসাপটা কথায় বলি ...... যেখানে তিস্তা চুক্তির মত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিউট করে টুকিটুকি খেলা হয় তখন কি ধরে নিতে পারিনা যে মানুষ মারার জন্য তারা একে অপরের জন্য কাছা মেরে দাঁড়িয়ে থাকেন । মোদীর জয়ে একসঙ্গেই বেলুন ফোলান, একসঙ্গে না হোক- একমত তো হতে পেরেছেন । ২০০২ এ এতো সংখ্যক মুসলিম মেরেছেন যে উনি এখন আর মানুষ নন, সাম্প্রদায়িকতার ভিত্তিতে রেটিং এ এখন তিনি ঈশ্বর । ভারত আবারো জানিয়ে দিল যে তারা যতই জ্ঞানে গরিমায় শিখরে যান না কেন মানবতার দিক দিয়ে তারা এখনো শেকড়েই মুখ থুবড়ে পড়ে আছেন । কথা সেটাও নয় কিন্তু, যারা ৭১ এ মানুষ মেরেছে তাদের জন্য ফাঁসি আর যারা ২০০২ এ মানুষ মেরেছে তাদের জন্য আনন্দ উল্লাস, অভিনন্দন, ফুলের তোরা !!!! তাহলে যে আওয়ামীলীগ গণজাগরণ মঞ্চকে উসকে দিয়েছে সে কথাই ঠিক ??? পার্থক্যটা আসলেই নেই কি ??? বাংলাদেশে আল্লাম শফির প্রধানমন্ত্রীত্বে কি আওয়ামীলীগ আর বিএনপি একইসঙ্গে শুভেচ্ছা জানাতেন না ??? পার্থক্যটা কোথায় যদি বাংলাদেশে আল্লামা শফি আর ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন !!!!!!!!!!!
আলোচিত ব্লগ
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।