একজন পুরুষ কাজের জিনিশ প্রয়োজনে ১ টাকার জিনিশ ২ টাকায় কিনতে রাজী। নারী ২টাকার জিনিশ ১ টাকায় পেলেই সেটা কিনবে, সেটা হয়ত তার কোন দিন ও কাজে লাগবে না।
একজন নারী যখন বিয়ে করে, সে আশা করে স্বামী বদলাবে কিন্তু প্রকৃত পক্ষে সে বদলায় না। অপরপক্ষে একজন পুরুষ বিয়ের সময় আশা করে তার স্ত্রী বদলাবে না, অথচ সে বদলে যায়!
দুই সময় পুরুষ মানুষ নারী কে বুঝতে পারে না, এক বিয়ের আগে, দুই বিয়ের পরে।
একজন নারী বিয়ের আগ পর্যন্ত তার ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকে। স্বামী পাবার সাথে সাথে তার ভবিষ্যত নিয়ে চিন্তা বন্ধ হয়ে যায়। আর একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত ভবিষ্যত নিয়ে কোন চিন্তা করে না। স্ত্রী পাবার পর তার সারাক্ষন ভবিষ্যতের চিন্তায় দৌড়ের উপর থাকতে হয়।
একজন সফল পুরুষ হচ্ছে সেই যে তার স্ত্রী যা খরচ করতে পারে তার চেইয়ে বেশী টাকা আয় করতে পারে। একজন সফল স্ত্রী হচ্ছে সেই যে এ রকম একজন স্বামী যোগাড় করতে পারে।
একজন পুরুষ মানুশ কে সুখী করার জন্য তাকে বুঝতে হবে বেশী, ভালবাসতে খুব খুব সামান্য। আর একজন নারী কে সুখী করতে চাইলে, তাকে ভালবাসতে হবে প্রচুর, তবে ভুলেও বুঝবার চেষ্টা করা যাবে না।
একজন নারীকে বিবাহে মুল্য দিতে সেক্স করতে হয় আর একজন পুরুষ কে সেক্সের মুল্য দিতে বিবাহ করতে হয়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



