১৫ দিন মানে ৩৬০ ঘন্টা কেটে গেল
মডুরা কথা রাখে নি.....
ওরা বলেছিল ৭ দিন ওয়াচে রাখবে....
প্রতিদিন সেজেগুজে অফিসে এসেছি, মডুরা কিভাবে ওয়াচ করে কে জানে!
কাজের ফাকে ব্লগ খুলে বড় আশা নিয়ে আর ফিরে যাই হতাশ হয়ে
হে মডু ভাই (নাকি আপা, তাও জানিনা তো)
এই ১৫ দিন আমি কাউরে গালি দেই নি, বিশ্বাস করেন.....
আর গালি দিবই বা কিভাবে, আমার তো মুখে টেপ মেরে দিয়েছেন আপনারা ...
পোসট দিয়েছি...কপি-পেস্ট কিম্বা ছবি ব্লগ,
কিমবা গুগলে থেকে সিরিায়স বিষয় চোথা মেরে .....
ভাল মানুষ সাজবার চেষ্টায় ১৮প্লাস পোস্ট অবশ্য দিতে পারিনি....
কিনতু কেউ পড়ে না, আমার মহান পোস্ট গুলা.
এমন কি ডান পাশে নতুন ব্লগারের লিস্টেও নাই আমার নাম
কিভাবে লোকে াসবে ামার বাসায়?
.
বাসায় বউ ঝাড়ি খাই নিয়মিত, তাই ভেবেছিলাম
ব্লগ লিখে লাথি খাওয়া কপালের দ:খ ভুলে থাকবে
কিনতু দেখলাম ব্লগেও আমার লাথি খাওয়া কপাল.....
ফিরে যাচ্ছি দু:খ ভরা হৃদয় নিয়ে
বার বার লাত্থি খেয়েও যেমন ফিরে যাই পুরাতন বউ এর কাছে
তেমনি হয়ত আবার আসব ফিরে এই সামু ব্লগে
একদিন সেফ হবো এই আশায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



