যাদের এলাকায় নির্বাচন হয়েছে কিন্তু ভোট দেননি। তাদের ভোট না দেওয়ার করান:
১. নিরাপত্তা জনিত কারনে।
২. পছন্দের প্রার্থি ছিল না।
৩. সবদল অংশগ্রহন করেনি।
৪. ভোট দিয়েতো আমাদের অবস্থার উন্নতি হবে না।
৫. ভোটদিতে এলাকায় যেতে পারিনি।
৬. ভোটার আইডি কার্ড পাইনি অথবা হারিয়ে গেছে।
৭. ভোটার হইনি।
অন্যান্য...
আপনার মতামত প্রত্যাশা করছি
নিজের উত্তর:
আমার এলাকা ১৫৩ এর মধ্যে পড়েছে তাই ভোট হয়নি।
তবে আমার জন্য ভালোই হল এমন পরিস্থিতিতে ভোট হরে দিতে যাবকিনা তা নিয়ে অনেক চিন্তা করতে হত।
বি.দ্র: ১৫৩ বনাম ১৪৭
ব্যখ্যা: ১৫৩ মানে বিনা প্রতিদ্বন্দিতায় পূর্ব নির্ধারিত (খালি মাঠে গোল) আর ১৪৭ মানে প্রতিদন্দিতার পর ফলাফল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



