চাঁদের আলোয় বিরান মাঠে বসেথাকার সুযোগ হয়নি আমার,কখনো না বিলাস করে বৃস্টিতে ভিজি নি জানো? কখনো কারো হাতের মধ্যে আমার হাতটা আপন করে রাখিনি।
জানো কখনো না বালুচরে হাটিনি আমি, হাটিনি কোনো গেঁয়ো পথ ধরে নিরুদ্দেশ ভাবনা নিয়ে,কখনো বসিনি কোনো পুকুর বা যাই বল কোনো
নদীর তীরে।
জান কখনো আমি তারা দেখতাম না উদাস হয়ে,বাতাস কখনো আমায় মাতাল করেছে কিনা আমার ঠিক মনে নেই,কখনো রাতের নৈশব্দ আলাদাভাবে অনুধাবন করেছি কিনা আমি না ঠিক মনে করতে পারছি না।
সত্যি বলতে কি জানো আগে না কোনো গানের গভীরতা খুঁজে পেতাম না, মন ছুয়ে যেত না কোনো আমের মুকুলের ঘ্রাণ।
কিন্তু কি অবাক আমি এখন গভীরতা বুঝি, অপেক্ষার তীব্রতা বুঝি,বুঝতে পারি প্রকৃতির রূপ।শুধু কি বুঝি না জানো???
আমার মন, তোমার জন্য আমার আকুলতা,প্রাণচঞ্চলতা
শোভন তোমার কাছের এই নিরর্থক ভাবনাগুলো কেন আমার কাছে এত অর্থ নিয়ে আসে,কেন????
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



