somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ গণমানুষের সম্প্রীতির দেশ

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৭ সালের পূর্বে বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে অবিভক্ত দেশের নাম ছিল ভারতবর্ষ- যাকে ভারতীয় উপমহাদেশও বলা হয়। এই উপমহাদেশে কবে প্রথম মনুষ্য বসতি শুরু হয়েছিল তা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। ৫ লক্ষ বা আড়াই লক্ষ বা ৭৫ হাজার বছর পূর্বে যে কোন সময়ে আদিমানবরা ভারতবর্ষে এসে বসিত স্থাপন করেছিল বলে বিভিন্ন গবেষণাভেদে জানা যায় । কিন্তু এ কথা সত্য যে, সভ্যতা বিকাশলাভের গোড়াপত্তনে তাদের বহু সহস্রাব্দ চলে যায়। আধুনিককালে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং গবেষণা পরিচালনায় জানা যায়- খ্রীষ্টপূর্ব ৯০০০-৭০০০ পর্যন্ত প্রস্তর যুগ এবং খ্রীষ্টপূর্ব ৭০০০-৩৩০০ শতাব্দী পর্যন্ত ‘মেহেরগড়’ নামে অখণ্ড ভারতবর্ষের প্রথম সভ্যতা বিরাজিত ছিল। এরপর একে-একে খ্রীষ্টপূর্ব প্রায় ১৫০০ শতাব্দী পর্যন্ত এখানে সিন্ধুসভ্যতা, খ্রীষ্টপূর্ব ১৫০০-৫০০ পর্যন্ত বৈদিক যুগ, খ্রীষ্টপূর্ব ১০০০-৪৮৩ পর্যন্ত লৌহযুগ, খ্রীষ্টপূর্ব ৫০০-৫৫০ পর্যন্ত প্রাচীন ভারতীয় সভ্যতা, ৫৫০-১৫২৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগীয় সভ্যতা, ১৫২৬-১৮৫৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত উত্তর-মধ্যযুগীয় সভ্যতা, ১৬১২-১৯৪৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে পর্তুগীজ, ডাচ, ফরাসী এবং বৃটিশ কর্তৃক ভারত-শাসনের যুগ বিরাজ করে। এরপরের ইতিহাস একেবারেই হালনাগাদ- যা সকলেরই জানা, অর্থাৎ ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ তৃখণ্ডে ভাগ হয়ে ভারত ও পাকিস্তানের সৃষ্টি এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

উপরোক্ত বিভিন্ন সময়কালে ভারতবর্ষে নৃতাত্ত্বিকভাবে বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতিসত্তার উদ্ভব ঘটে। তবে জাতিগতভাবে আদিকালে এ ভূ-অঞ্চলের প্রথম জনগোষ্ঠী ‘হিন্দু’ বলে পরিচিত। বৈদিক ও প্রস্তরযুগে সিন্ধু নদের অববাহিকায় এই জনগোষ্ঠীর সভ্যতা গড়ে উঠেছিল বলে ‘সিন্ধু’ শব্দের অদ্যাক্ষর ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করে এ ভূখণ্ডে বসবাসকারীদেরকে ‘হিন্দু’ নামে অভিহিত করা হয়। মতান্তরে ‘হিন্দু’ একটি ফার্সি শব্দ - যার অর্থ হচ্ছে ‘কালো’, অর্থাৎ ভারতবর্ষের অধিবাসীদের গাত্রবর্ণ ‘কালো’ বিধায় তাদেরকে ‘হিন্দু’ নামে অবিহিত করা হয়। সঙ্গত কারণে হিন্দুদের জীবনাচার, সংস্কৃতি, কৃষ্টি এবং ঈশ্বরীয় বিশ্বাস ও তা লালন-পালন থেকে ‘হিন্দুধর্মের’ আবির্ভাব ঘটে। তবে বলা বাহুল্য, খ্রীষ্টপূর্ব ৫২৮ সালে ‘বৌদ্ধধর্মের’ আর্বিভাবের পূর্বে ভারতবর্ষ নামক ভূখণ্ডে হিন্দুধর্মের একছত্র আধিপত্য বিরাজ করে । যদিও ঔ সময় পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের অধিবাসীদের ধর্মকর্মে ততটা আনুষ্ঠানিকতার বালাই ছিল না। বৌদ্ধধর্মের আবির্ভাবের পরই ধর্মকর্ম পালনে অনেকটা আনুষ্ঠানিকতার সূত্রপাত ঘটে। তাই হিন্দুদের ব্যাপক এক জনগোষ্ঠী আনুষ্ঠানিকতাপূর্ণ অপেক্ষাকৃত অধুনিক ও উদার বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ক্রমান্বয়ে ধর্মান্তরিত হতে থাকে। পরবর্তীতে দ্বাদশ শতাব্দীতে সুফিসন্তদের কর্তৃক ‘ইসলাম’ ধর্ম প্রচার এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত মুসলমান শাসকদের কর্তৃত্বের ফলে বাংলাসহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্মের ব্যাপক প্রসারলাভ ঘটে। বলা বাহুল্য, ধর্মান্তরের এ পক্রিয়ার হিন্দু এবং বৌদ্ধ- এই উভয় ধর্মাবলম্বীরা নানাবিধ কারণে ব্যাপকহারে ইসলাম ধর্ম গ্রহণ করে।

বিভিন্ন সময়ে সংখ্যায় স্বল্প হলেও ভারতবর্ষে শিখ, জৈন, পার্সী প্রভৃতি ধর্মের জনগোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। আর মুঘল শাসনের ক্রমাগত ক্ষয়িষ্ণুতা এবং অবসানের পর ইউরোপীয় বণিক ও শাসকদের প্রভাবে খ্রীস্টধর্মেও বেশ কিছু ভারতীয় ধর্মান্তরিত হয়। এভাবে বিংশ শতাব্দীতে এসে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, শিখ, জৈন, পার্সী প্রভৃতি সব ধর্মের অনুসারীদেরকে কমবেশি বিদ্যমান দেখা যায়। এতে বিভিন্ন সময় ধর্মেধর্মে সংঘাতও দেখা যায়। তবে তারও পূর্বে প্রাচীন ধর্মগ্রন্থ এবং জ্ঞান, কর্ম ও পেশার ভিত্তিতে ভারতবর্ষে নানান জাত-পাতের সৃষ্টি ‘করা হয়’। এভাবে বহুধা বিভক্ত ভারতীয় সমাজব্যবস্থায় ধর্মীয়, সাম্প্রদায়িক এবং গোষ্ঠীগত সংঘাতের সূত্রপাত ‘ঘটানো হয়’।

ভারতীয় উপমহাদেশের ইতিহাসের বাঁকে-বাঁকে তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের অধিবাসীদের বিচিত্র ভূমিকা পরিলক্ষিত । ভিন্ন-ভিন্ন সময়ে তাদের ভিন্ন-ভিন্ন ভূমিকা রাখার ক্ষেত্রে ধর্মীয় এবং ভূ-আঞ্চলিক রাজনৈতিক প্রভাবই মুখ্যত কাজ করে । আর এতে প্রভাবশালী এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী জনগণের উপর যাদুকরী প্রভাব বিস্তার করেন । ফলে যে জনগোষ্ঠী বিংশ শতাব্দীর ৩০-৪০ দশকে ভারত বিভাজনে দ্বিজাতি তত্ত্বের পক্ষে রায় ঘোষণা করে, সেই একই জনগোষ্ঠী ৫০, ৬০ ও ৭০ দশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে। উল্লেখ্য, উভয় ক্ষেত্রেই জনগণের একাংশ বিরোধী ভাবধারার অনুসারী হলেও তাদের ভূমিকা ছিল গৌণ ।

উপসংহারে বিশেষ প্রণিধানযোগ্য যে, নৃতাত্ত্বিক ও ধর্মীয় বিশ্লেষণে বাংলার আধুনিককালের বাসিন্দাদের ধমনীতে আর্য, অনার্য, দ্রাবিড়, মারাঠী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টান প্রভৃতি জাতি ও ধর্মের জনগোষ্ঠীর রক্ত প্রবাহিত। এসব জাতিগোষ্ঠী এবং ধর্মের শিক্ষা, সংস্কৃতি, আচার-আচরণ, কৃষ্টি আর সামাজিক ব্যবস্থার উপাদানসমূহ নিয়েই কালক্রমে নৃতাত্ত্বিকভাবে গড়ে উঠেছে অভিন্ন ‘বাঙালি’ জাতিসত্তা । তাই শংকর বটে, বাঙালি এই অধিবাসীরা কায়েমী স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় সাময়িক রেশারেশি, দ্বন্দ্ব, এমন কি সংঘাতে লিপ্ত হলেও তারা মূলত একই সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যতানে আবদ্ধ । ধর্মীয় আচার-আচরণটুকু ভিন্ন এখানকার গণমানুষ মিলেমিশে ঈদ, পুজো, বুদ্ধপূর্ণিমা, বড়দিন বা নববর্ষ উদযাপন করে । জারি, সারি, ভাটিয়ালি, রয়ানী, কবিগান, বয়াতীগান, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, কীর্তন, যাত্রাপালা, পুতুলনাচ প্রভৃতি তারা একাকার হয়ে উপভোগ করে। বাংলাদেশ মূলত গণমানুষের অনন্য এক সম্প্রীতির দেশ । কোন ধর্মীয় মৌলবাদী বা সাম্প্রদায়িক গোষ্ঠী সাময়িক ‍বিভ্রান্তি, গোলযোগ বা বিশঙ্খলা সৃষ্টিতে সক্ষম হলেও তারা বাঙালির ঐক্যতানের জায়গায় কোনদিনও ফাটল ধরাতে পারবে না । বাঙালি সমহিমায় তার স্বকীয়তা নিয়ে টিকে থাকবে চিরন্তন ।

১৯৪৭ সালের পূর্বে বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে অবিভক্ত দেশের নাম ছিল ভারতবর্ষ- যাকে ভারতীয় উপমহাদেশও বলা হয়। এই উপমহাদেশে কবে প্রথম মনুষ্য বসতি শুরু হয়েছিল তা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। ৫ লক্ষ বা আড়াই লক্ষ বা ৭৫ হাজার বছর পূর্বে যে কোন সময়ে আদিমানবরা ভারতবর্ষে এসে বসিত স্থাপন করেছিল বলে বিভিন্ন গবেষণাভেদে জানা যায় । কিন্তু এ কথা সত্য যে, সভ্যতা বিকাশলাভের গোড়াপত্তনে তাদের বহু সহস্রাব্দ চলে যায়। আধুনিককালে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং গবেষণা পরিচালনায় জানা যায়- খ্রীষ্টপূর্ব ৯০০০-৭০০০ পর্যন্ত প্রস্তর যুগ এবং খ্রীষ্টপূর্ব ৭০০০-৩৩০০ শতাব্দী পর্যন্ত ‘মেহেরগড়’ নামে অখণ্ড ভারতবর্ষের প্রথম সভ্যতা বিরাজিত ছিল। এরপর একে-একে খ্রীষ্টপূর্ব প্রায় ১৫০০ শতাব্দী পর্যন্ত এখানে সিন্ধুসভ্যতা, খ্রীষ্টপূর্ব ১৫০০-৫০০ পর্যন্ত বৈদিক যুগ, খ্রীষ্টপূর্ব ১০০০-৪৮৩ পর্যন্ত লৌহযুগ, খ্রীষ্টপূর্ব ৫০০-৫৫০ পর্যন্ত প্রাচীন ভারতীয় সভ্যতা, ৫৫০-১৫২৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগীয় সভ্যতা, ১৫২৬-১৮৫৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত উত্তর-মধ্যযুগীয় সভ্যতা, ১৬১২-১৯৪৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময়ে পর্তুগীজ, ডাচ, ফরাসী এবং বৃটিশ কর্তৃক ভারত-শাসনের যুগ বিরাজ করে। এরপরের ইতিহাস একেবারেই হালনাগাদ- যা সকলেরই জানা, অর্থাৎ ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ তৃখণ্ডে ভাগ হয়ে ভারত ও পাকিস্তানের সৃষ্টি এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

উপরোক্ত বিভিন্ন সময়কালে ভারতবর্ষে নৃতাত্ত্বিকভাবে বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতিসত্তার উদ্ভব ঘটে। তবে জাতিগতভাবে আদিকালে এ ভূ-অঞ্চলের প্রথম জনগোষ্ঠী ‘হিন্দু’ বলে পরিচিত। বৈদিক ও প্রস্তরযুগে সিন্ধু নদের অববাহিকায় এই জনগোষ্ঠীর সভ্যতা গড়ে উঠেছিল বলে ‘সিন্ধু’ শব্দের অদ্যাক্ষর ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করে এ ভূখণ্ডে বসবাসকারীদেরকে ‘হিন্দু’ নামে অভিহিত করা হয়। মতান্তরে ‘হিন্দু’ একটি ফার্সি শব্দ - যার অর্থ হচ্ছে ‘কালো’, অর্থাৎ ভারতবর্ষের অধিবাসীদের গাত্রবর্ণ ‘কালো’ বিধায় তাদেরকে ‘হিন্দু’ নামে অবিহিত করা হয়। সঙ্গত কারণে হিন্দুদের জীবনাচার, সংস্কৃতি, কৃষ্টি এবং ঈশ্বরীয় বিশ্বাস ও তা লালন-পালন থেকে ‘হিন্দুধর্মের’ আবির্ভাব ঘটে। তবে বলা বাহুল্য, খ্রীষ্টপূর্ব ৫২৮ সালে ‘বৌদ্ধধর্মের’ আর্বিভাবের পূর্বে ভারতবর্ষ নামক ভূখণ্ডে হিন্দুধর্মের একছত্র আধিপত্য বিরাজ করে । যদিও ঔ সময় পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের অধিবাসীদের ধর্মকর্মে ততটা আনুষ্ঠানিকতার বালাই ছিল না। বৌদ্ধধর্মের আবির্ভাবের পরই ধর্মকর্ম পালনে অনেকটা আনুষ্ঠানিকতার সূত্রপাত ঘটে। তাই হিন্দুদের ব্যাপক এক জনগোষ্ঠী আনুষ্ঠানিকতাপূর্ণ অপেক্ষাকৃত অধুনিক ও উদার বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ক্রমান্বয়ে ধর্মান্তরিত হতে থাকে। পরবর্তীতে দ্বাদশ শতাব্দীতে সুফিসন্তদের কর্তৃক ‘ইসলাম’ ধর্ম প্রচার এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত মুসলমান শাসকদের কর্তৃত্বের ফলে বাংলাসহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্মের ব্যাপক প্রসারলাভ ঘটে। বলা বাহুল্য, ধর্মান্তরের এ পক্রিয়ার হিন্দু এবং বৌদ্ধ- এই উভয় ধর্মাবলম্বীরা নানাবিধ কারণে ব্যাপকহারে ইসলাম ধর্ম গ্রহণ করে।

বিভিন্ন সময়ে সংখ্যায় স্বল্প হলেও ভারতবর্ষে শিখ, জৈন, পার্সী প্রভৃতি ধর্মের জনগোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। আর মুঘল শাসনের ক্রমাগত ক্ষয়িষ্ণুতা এবং অবসানের পর ইউরোপীয় বণিক ও শাসকদের প্রভাবে খ্রীস্টধর্মেও বেশ কিছু ভারতীয় ধর্মান্তরিত হয়। এভাবে বিংশ শতাব্দীতে এসে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, শিখ, জৈন, পার্সী প্রভৃতি সব ধর্মের অনুসারীদেরকে কমবেশি বিদ্যমান দেখা যায়। এতে বিভিন্ন সময় ধর্মেধর্মে সংঘাতও দেখা যায়। তবে তারও পূর্বে প্রাচীন ধর্মগ্রন্থ এবং জ্ঞান, কর্ম ও পেশার ভিত্তিতে ভারতবর্ষে নানান জাত-পাতের সৃষ্টি ‘করা হয়’। এভাবে বহুধা বিভক্ত ভারতীয় সমাজব্যবস্থায় ধর্মীয়, সাম্প্রদায়িক এবং গোষ্ঠীগত সংঘাতের সূত্রপাত ‘ঘটানো হয়’।

ভারতীয় উপমহাদেশের ইতিহাসের বাঁকে-বাঁকে তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের অধিবাসীদের বিচিত্র ভূমিকা পরিলক্ষিত । ভিন্ন-ভিন্ন সময়ে তাদের ভিন্ন-ভিন্ন ভূমিকা রাখার ক্ষেত্রে ধর্মীয় এবং ভূ-আঞ্চলিক রাজনৈতিক প্রভাবই মুখ্যত কাজ করে । আর এতে প্রভাবশালী এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী জনগণের উপর যাদুকরী প্রভাব বিস্তার করেন । ফলে যে জনগোষ্ঠী বিংশ শতাব্দীর ৩০-৪০ দশকে ভারত বিভাজনে দ্বিজাতি তত্ত্বের পক্ষে রায় ঘোষণা করে, সেই একই জনগোষ্ঠী ৫০, ৬০ ও ৭০ দশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে। উল্লেখ্য, উভয় ক্ষেত্রেই জনগণের একাংশ বিরোধী ভাবধারার অনুসারী হলেও তাদের ভূমিকা ছিল গৌণ ।

উপসংহারে বিশেষ প্রণিধানযোগ্য যে, নৃতাত্ত্বিক ও ধর্মীয় বিশ্লেষণে বাংলার আধুনিককালের বাসিন্দাদের ধমনীতে আর্য, অনার্য, দ্রাবিড়, মারাঠী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টান প্রভৃতি জাতি ও ধর্মের জনগোষ্ঠীর রক্ত প্রবাহিত। এসব জাতিগোষ্ঠী এবং ধর্মের শিক্ষা, সংস্কৃতি, আচার-আচরণ, কৃষ্টি আর সামাজিক ব্যবস্থার উপাদানসমূহ নিয়েই কালক্রমে নৃতাত্ত্বিকভাবে গড়ে উঠেছে অভিন্ন ‘বাঙালি’ জাতিসত্তা । তাই শংকর বটে, বাঙালি এই অধিবাসীরা কায়েমী স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় সাময়িক রেশারেশি, দ্বন্দ্ব, এমন কি সংঘাতে লিপ্ত হলেও তারা মূলত একই সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যতানে আবদ্ধ । ধর্মীয় আচার-আচরণটুকু ভিন্ন এখানকার গণমানুষ মিলেমিশে ঈদ, পুজো, বুদ্ধপূর্ণিমা, বড়দিন বা নববর্ষ উদযাপন করে । জারি, সারি, ভাটিয়ালি, রয়ানী, কবিগান, বয়াতীগান, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, কীর্তন, যাত্রাপালা, পুতুলনাচ প্রভৃতি তারা একাকার হয়ে উপভোগ করে। বাংলাদেশ মূলত গণমানুষের অনন্য এক সম্প্রীতির দেশ । কোন ধর্মীয় মৌলবাদী বা সাম্প্রদায়িক গোষ্ঠী সাময়িক ‍বিভ্রান্তি, গোলযোগ বা বিশঙ্খলা সৃষ্টিতে সক্ষম হলেও তারা বাঙালির ঐক্যতানের জায়গায় কোনদিনও ফাটল ধরাতে পারবে না । বাঙালি সমহিমায় তার স্বকীয়তা নিয়ে টিকে থাকবে চিরন্তন ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মব রাজ্যে উত্তেজনা: হাদির মৃত্যুতে রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

রোম যখন পুড়ছিল নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিল; গতরাতের ঘটনায় ইউনুস কে কি বাংলার নিরো বলা যায়?



বাংলাদেশ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী পদটি সবসময় ছিল চ্যালেঞ্জিং।‌ "আল্লাহর... ...বাকিটুকু পড়ুন

ইন্টেরিম সরকারের শেষদিন : গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২২


ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল। বাংলাদেশে সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহের সফলতা স্বল্প সময়ে অনেক ভালো। এটা বিস্ময়কর ব্যাপার, ‘রাষ্ট্র’... ...বাকিটুকু পড়ুন

মব সন্ত্রাস, আগুন ও ব্লাসফেমি: হেরে যাচ্ছে বাংলাদেশ?

লিখেছেন শ্রাবণধারা, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৫২


ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। মধ্যযুগীয় এই ঘটনা এই বার্তা দেয় যে, জঙ্গিরা মবতন্ত্রের মাধ্যমে ব্লাসফেমি ও শরিয়া কার্যকর করে ফেলেছে। এখন তারই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

লিখেছেন কিরকুট, ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪




ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।


দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন

মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫


দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন

×