বলিউডের চলচ্চিত্র, র্যাম্প ও মডেলিংয়ে সাফল্যের পর সানি লিওনকে এবার দেখা যাবে মঞ্চে নৃত্যশিল্পী হিসেবে। নতুন বছর উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর মুম্বাইয়ের একটি হোটেলের মঞ্চে নাচবেন ইন্দো-কানাডীয় এ অভিনেত্রী। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এ তথ্য জানিয়েছে।
‘জিসম ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডের চলচ্চিত্রজগতে পা রেখেছেন ৩১ বছর বয়সী সাবেক পর্নোতারকা সানি লিওন। বলিউডের চলচ্চিত্রে আসার পরই আবেদনময়ী সানি লিওন সমালোচকদের দৃষ্টি কেড়েছেন। একে একে বলিউডের বিভিন্ন ঘরানায় স্থান করে নিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ চলচ্চিত্রের আইটেম গানে তিনি নেচেছেন এবং এখন ‘রাগিণী এসএমএস ২’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি হেঁটেছেন র্যাম্পের মঞ্চেও।
মুম্বাইভিত্তিক ফ্যাশন প্রতিষ্ঠান স্টুডিও ১৬৯ বর্ষবরণের অনুষ্ঠানে সানি লিওনকে মঞ্চে সরাসরি দর্শকের সামনে আনছে।
‘স্টুডিও ১৬৯’-এর কর্ণধার শিল্পী গুপ্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘ভারতে সানি লিওনের প্রথম নাচের অনুষ্ঠান হতে যাচ্ছে। ভারতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নতুন বছর পালনের উত্সব মাতাতে সানি লিওন নাচবেন। এ অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের আরও অনেক তারকাকেই দেখা যাবে। অনুষ্ঠানে নাচ ও গান নিয়ে সরাসরি অংশ নেবেন ভারতের প্রথম নারী ডিজে ‘ডিজে ক্যারি’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




