তম শিন্জন অবিরল ছন্দে
মম মন মাঝি নিপতিত ধন্দে,
দশন তম যে নব স্নাত পদ্ম,
কৃষ্ণ যূথ যেন সুবাসিত সদ্য,
অাঁখি যুগল দিব্যি জোড়া চপল লক্ষ্মী,
ধরিতে নারি জাগে বুকেতে কাম বহ্নি,
অধর যেন রক্ত সুত্রের একগুচ্ছ,
জোড়া স্তন ওগো মায়াবী হরিনী তুচ্ছ,
সুরা আর তম সৌন্দর্য্যের দন্দ,
ঈন্দ্রের সভায় করেছিনু বন্দ্য ।
(22 ই বৈশাখ 1397, 6 ই মে 1990)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




