ছোটবেলায় মহরমের মেলায় যেতাম প্রতি বছর। কোনো একবার জমানো টাকা দিয়ে টিনের একটা লঞ্চ কিনেছিলাম। সেকি উত্তেজনা! ঘুড়ি উড়িয়েছি বেশ কয়েক বছর, নতুন নাটাই কেনার বায়না পর্যন্ত করেছি বাবার কাছে। লাঠিম খেলা হলেও, মার্বেলটা খেলা হয়নি কোনোদিন। কি সব দিনগুলাই না ছিল!!
কলেজে পড়া খালাতো ভাই মাঝে মাঝেই স্টেডিয়ামে যেত ফুটবল খেলা দেখতে, আশির দশকের মাঝামাঝি সময় সারা দেশে দুই ভাগ হ্য়ে যেত আবাহনী-মোহামেডানের নামে, ঐ সময় শুধু ভাবতাম বড় হলেই কত মজা, খেলা দেখতে যাওয়া যাবে। কত বোকাই না ছিলাম তখন!!
এখনতো অনেক বড় হয়ে গেছি, তাও কি পুরোপুরি স্বাধীন আমি, যা চাই তাই কি করতে পারি!! এই তাহলে জীবন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




