বই পড়ার অভ্যাস খুব ছোটবেলা থেকেই, শুরু হয়েছিল ঠাকুরমার ঝুলি দিয়ে তারপর রাশিয়ান রূপকথা, সেবা প্রকাশনী,শাহরিয়ার কবির,সত্যজিত হয়ে সুনীল,শির্শেন্দু,সমরেশ সহ দুই বাংলার সব জনপ্রিয় লেখকদের বই পড়া। হুমায়ুন আহমেদের অল্প কয়েকটি বই ভাল লেগেছে। বলে নেই-ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া নবী-রাসূলদের, ইসলামের প্রথম দিকের যুদ্ধ নিয়ে বের হওয়া বেশ কিছু বইও পড়েছি স্কুলে থাকতে নিজের আগ্রহে- ইতিহাশ জানা প্রয়োজন। পরিবার থেকে কোনোরকম বাঁধা ছিলনা বই পড়ার ব্যাপারে। তাদের কথা ছিল,যত বেশি পড়ছি তত বেশি জানছি।
সুনীল গঙ্গোপাধ্যায় আমার প্রিয় লেখক। সুনীলের "নীললোহিত" আমাকে মুগ্ধ করেছে বারবার, নীললোহিতের মতো বয়সটা যদি ২৭ এ থেমে যেত তাহলে খারাপ হতো না।
ইংরেজি অনেক বইয়ের অনুবাদ পড়া হত তবে মূল বই আর পড়া হতো না, ইদানিং চেষ্টা করছি পরিবর্তনের। মার্কেসের "ওয়ান হানড্রেড ইয়ার'স অব সলিটিউড", টলস্টয়ের "আনা কারেনিনা" পড়ে মনে হয়েছে আরো আগেই শুরু করা উচিত ছিল।
এখন পড়ছি কতশত পুরানো ব্লগ, কত কিছু জানার আছে, শেখার আছে!!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




