গান শুনতে কার না ভাল লাগে, অনেকের সাথে কথা বলে দেখেছি কারো কারো গানের কথা শুনে ভাল লাগে কারো আবার সুর/ মিউজিক। আমি মনে হ্য় প্রথম দলেই পড়ি। কথা না বুঝলে হবে কি ভাবে? - আর এই জন্যই মনে হয় অনেক ভাল ভাল ইংরেজি বা হিন্দি গান শুনে আমি আমার পরিচিতদের মতো গাইতে পারি না, বোকার মতো মুখ করে বসে থাকি!!
বিটলস্ নামটা শুনেছি অনেক আগেই, জর্জ হ্যারিসনের বাংলাদেশের প্রতি ভালবাসা ছোটবেলাতেই জেনেছি, বড় হয়ে দেখেছি সেই "কনসার্ট ফর বাংলাদেশ '৭১" ডিভিডি'তে। অনেকদিন থেকেই মনে হচ্ছিল বিটলসের গান শুনে দেখা দরকার, পুরা পৃথিবী কেন ওদের সবার নামে পাগল, কি এমন আছে তাদের গানে, দিনতো কম হয় নাই!!
তারপর শুনলাম বিটলসের গান অবশেষে, বলতে বাধ্য হচ্ছি পুরা দুনিয়া খালি খালি পাগল হয় নাই, ৩০-৪০ বছর পরেও তাদের গানগুলা একদম নতুনের মতো। অদ্ভূত ভালো কিছু গান আছে বিটলসের।
আমার প্রিয় কয়েকটা বিটলস্ -
১- হিয়ার কাম'স দ্য সান
২- হ্যালো- গুডবাই
৩- টুইস্ট এন্ সাউট
৪- ইমাজিন
৫- লেট ইট বি
৬- ইয়েসটার'ডে
নাহ্ তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আর নাম দিলাম না। বিটলস শুনে দেখতে পারেন যারা এখনও ট্রাই করেননি!!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




