কিভাবে কিভাবে যেন প্রথম দশ বছরেই আমি অনেকগুলা বাংলা সিনেমা হলে যেয়ে দেখে ফেলেছি আমার খালাতো ভাই-বোনদের সাথে, সে অনেক বছর আগের কথা, "ফেরারি বসন্ত" বলে বুলবুলের দারুন একটা সিনেমা দেখেছিলাম- সাদাকালো, মনে আছে বাবা-মায়ের সাথে দেখা "দূরদেশ" 'এ ভাইবোনের কান্না দেখে আমার মনটাও খুব খারাপ হ্য়। পরের আঠারো বছরে হলে যেয়ে খুব বেশি সিনেমা আর দেখা হয় নাই!!
প্রথম বাংলা ডকুমেন্টারি ফিল্মের সাথে পরিচয় ক্লাশ সেভেনে পড়ার সময় বাবা'র সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি'র সামনে বিজয় দিবসের রাতের অনুষ্ঠানে - রাস্তার মাঝখানে বসে সবাই মিলে দেখলাম জহির রায়হানের "স্টপ জেনোসাইড", অনেক আগের কথা কিন্তু এখনও মনে আছে ভালমতোই- অনেকগুলা প্রশ্নের উত্তর পেয়েছিলাম সেইদিন আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে। চার বছর পরের ঘটনা- আবারো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম "মুক্তির গান" নামে তারেক মাসুদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি ভ্রাম্যমান গানের দলের উপর পূর্ণ দৈর্ঘ্য ডকুমেন্টারি চলচ্চিত্র। আমি মুক্তির গান দেখে জানলাম আরো অনেক অজানা সত্য যেগুলা পাঠ্য বইয়ে আমি পেয়েছি বিকৃতভাবে। জমানো টাকা দিয়ে কিনে ফেললাম মুক্তির গানের ভিডিও ক্যাসেট- সবাইকে এটা দেখাতে হবে এই চিন্তা থেকে আর নিজে যে কতবার দেখেছি তার হিসাব নেই। বেশ কয়েক বছর পর দেখেছি "মুক্তির কথা" নামের আরেকটা ডকুমেন্টারি - মুক্তির গান বাংলার গ্রামে-গন্জে দেখাতে যেয়ে তারেক মাসুদ'দের অভূতপূর্ব অভিঙ্গতার বর্ণনা আছে মুক্তির কথাতে।
হঠাৎ করেই আজকে দেখি ইউটিউবে কে যেন পুরো মুক্তির গান আপলোড করেছে, অজশ্র ধন্যবাদ তাকে। যারা এখনও দেখেননি, দেখে নিতে পারেন। সবগুলা পর্বের ইউটিউব লিংক দিলাম।
মুক্তির গান-১
মুক্তির গান-২
মুক্তির গান-৩
মুক্তির গান-৪
মুক্তির গান-৫
মুক্তির গান-৬
মুক্তির গান-৭
মুক্তির গান-৮
মুক্তির গান-৯
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




