আমরা কতৈনা ঠাট্টা মসকরা করলাম ষাহাড়া আপারে নিয়া। দেশে এখন আইলো নয়া উপদ্রব। অপহরন এবং মুক্তিপন আদায়। অবস্থাদৃষ্টে মনে হয় বংলাদেশের অপরাধ জগত গুনগত মানের দিক দিয়া উন্নত হৈসে। হৈতে পারে, অপরাধ জগতে নতুন শিক্ষিত বেকার পোলাপাইনের আগমন এই "কোয়ালিটেটিভ লিপে"র নেপথ্য কারন। আবার নানান দলের বন্চিত ক্যাডাররাও এই উন্নয়ন সাধনের নেপথ্যে থাকতে পারে। বলা যায় না, এক বা একাধিক রাজনৈতিক দলের সম্পৃক্ততাও থাকতে পারে এই সবের পিছনে।
পাব্লিক নিরুপায়। পাব্লিক কি আসলেই নিরুপায়?
আসেন আমরা স্বার্থপরতা ত্যাগ করি। অন্যের বিপদে এগিয়ে আসি। অন্যথায় নিজেরা বিপদগ্রস্ত হলে পাশে কাউকে পাবোনা। আসেন আমরা চালাকি, চতুরতা পরিহার করি। সবাই যদি একে অন্যের সাথে চালবাজি শুরু করি তবে একদিন হয়তো আমি কারো কাছ থেকে অন্যায় ভাবে কিছু আদায় করে নিলাম, কিন্তু অন্যদিন অন্য কোন চালবাজের শিকার আমি নিজেও হতে পারি। আসেন আমরা অসৎ, চালবাজ, অশিক্ষিত, অভদ্র লোকদের হাতে দেশের নেতৃত্ব তুলে না দিয়ে তাদের বর্জন করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটা দেশ কি আমরা গড়ে নিতে পারবোনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




