এই জন্য প্রসঙ্গ তুললাম, পিচ্চিকালের ফেবারিট বইগুলোর মধ্যে একটা ছিল উপেন্দ্রকিশোর রায়ের রামায়ণ আর মহাভারত। অদ্ভুত সুন্দর দুটো এপিক ফ্যান্টাসি। কিন্তু যেই জন্য শুরু করেছিলাম, রামচন্দ্রের লংকাভিযানের সময় বানরবাহিনীর যে হিসেব দিয়েছিলেন সেই ফিগারগুলো কেমন অপরিচিত। তাই তলার ফুটনোটে তিনি বাংলা নিউমেরিকের একটা হিসেব দিয়েছিলেন। তাতে একের পরে ২০ শুন্য পর্যন্ত সূচকের নাম দেয়া ছিল। আমার মনে হয় এখনকার প্রেক্ষিতে আমাদের কোটির পরের আরো দু-তিনটা সংখ্যা পেড়ে আনা দরকার ডিকশনারীর পাতা থেকে। অযুত, লক্ষ, নিযুত, কোটিতেই বাংলা থেমে থাকার কোন মানে নেই।
বাংলা উইকিতে গেছিলাম হেল্পের জন্য। শুধু একটা শব্দ পাওয়া গেল, অর্বুদ নামে, এটি একশ কোটি বা বিলিয়নের সমতুল্য। অন্ততঃ সামগ্রিক জ্ঞানভান্ডারের জন্য পুরো লিস্টটি উইকিপিডিয়াতে সঙ্কলিত হওয়া দরকার। কেউ সাহায্য করলে খুশি হব।
আর আমাদের প্রজন্মের মনে হয় টাইম ওভার হয়ে গেছে অলরেডী, কিন্তু পিচ্চিদের পড়ার বইয়ে ঢুকিয়ে দিলে মনে হয় পরের জেনারেশন একটা সুযোগ পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


