ইজিপ্ট এয়্যার কোম্পানী, আরব দেশসমূহে যাতায়াতকারী এ কোম্পানীর সকল ফ্লাইটের বিমানবালাদেরকে হিজাব পরার অনুমোদন দিয়েছে।
এ কোম্পানী ইসলামি হিজাবের নতুন ও উপযুক্ত একটি মডেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : ইসলামি হিজাব বিমানবালাদের কাজে কোন বিঘ্ন ঘটাবে না এবং এটা পরা বা না পরার ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা পাবে।
কিছুদিন পূর্বে সর্বপ্রথম পর্দানশীন নারী উপস্থাপিকা হিসেবে ‘ফাতিমা নাবিল’ মিশরের সরকারী একটি চ্যানেলের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। মিশরের অধিকাংশ নারী হিজাবধারী হওয়া সত্ত্বেও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী মোবারক সরকার গণস্থানসমূহে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু মুহাম্মাদ মুরসি ও মিশর সরকার স্পষ্ট ভাষায় এ ঘোষণা দিয়েছে যে, সদ্য গঠিত সরকার, সমাজের জন্য বিশেষ কোন পোশাক নির্ধারণ করবে না। এরই ভিত্তিতে মিশরীয় খ্রিষ্টানসহ অধার্মিক দৃষ্টিভঙ্গীর অধিকারীরা এ দেশের সমাজে ইসলামি শরয়ী আইন প্রতিষ্ঠা হওয়ার বিষয়ে উদ্বিগ্ন।
বলাবাহুল্য, ইতিপূর্বে ইজিপ্ট এয়্যার কোম্পানী জেদ্দা ও মদিনাগামী সকল ফ্লাইটে বিমানবালাদেরকে হিজাব পরার অনুমতি দিয়েছিল। এবার নতুন এক সিদ্ধান্তে সমগ্র আরব বিশ্বে এ কোম্পানী’র সকল ফ্লাইটে হিজাব পরার অনুমোদন দিল
মূল খবরঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




