ফেইস বুক কর্তৃক হযরত মহানবী (স.) এর অবমাননার পর ৪টি মুসলিম দেশের শতকরা ৬১ ভাগ জনগণ, মহানবী (স.) এর অবমাননাকারী এ ওয়েব সাইটের উপর নিষেধাজ্ঞা জারী এবং সেস্নর করার দাবী জানিয়েছেন।‘আন্তর্জাতিক
জনমত সংস্থা’ কর্তৃক পাকিস্তান, মালয়েশিয়া, মিসর ও কাতারে চালানো এক জরিপে
প্রমাণিত হয়েছে যে, অধিকাংশরাই ফেইস বুকের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং শুধুমাত্র
শতকরা ৩০ ভাগ জনগণ ফেইস বুকের উপর নিষেধাজ্ঞার বিপক্ষে মত দিয়েছেন।
২৯শে মে’র এ জরিপ, টেলিফোন সাক্ষাতকার ও
ইন্টারনেটের মাধ্যমে চালানো হয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, মিসর এবং কাতারের ৪৪০০
জন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ‘আন্তর্জাতিক পর্যায়ে অথবা আপনার দেশে
বা ইসলামী দেশসমূহে ফেস বুকের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আপনার মতামত কি?
প্রাপ্ত উত্তরের শতকরা ৬১ ভাগ লোক ফেইস বুক
নিষিদ্ধ করার পক্ষে, শতকরা ৩০ ভাগ বিপক্ষে এবং শতকরা ৯ ভাগ লোক কোন মন্তব্য করেন
নি।
যুক্তরাষ্ট্র হতে পরিচালিত ফেইস বুক ওয়েব সাইটটি
একটি সামাজিক ওয়েব সাইট। এ সাইটটি বন্ধুর সন্ধান, মত বিনিময়ের জন্য প্রসিদ্ধ। এ
ওয়েব সাইট চলতি বছরের মে মাসে হযরত মহানবী (স.) এর উপর ব্যাঙ্গচিত্র অঙ্কন শীর্ষক
ন্যাক্কারজনক এক প্রতিযোগিতার আয়োজন করে, যা সারা বিশ্বের মুসলমানদের কঠোর
প্রতিবাদের মুখোমুখি হয় এবং বিভিন্ন দেশে এ সাইটের বিপক্ষে মুসলমানরা বিক্ষোভ করে।
উল্লেখ্য যে, ফেইস বুক সাইটটির প্রধান ‘মার্ক যাকের
বার্গ’ একজন ইহুদী এবং জায়নবাদের সমর্থক।#রেডিও তেহরান
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




