ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজায় প্রতিরোধ যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে তাদের মূল সহযোগী ছিল ইরান ও হিজবুল্লাহ। লেবাননে নিযুক্ত ইসলামি জিহাদের প্রতিনিধি আবু ইমাদ আর রিফায়ি বলেছেন, ইরানের ফাজর ক্ষেপণাস্ত্র গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরো বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আমরা এক বিশাল বিজয় অর্জন করেছি এবং এ বিজয় মধ্যপ্রাচ্যে আরো নতুন নতুন বিজয়ের ক্ষেত্র সৃষ্টি করবে। গাজায় ইসরাইল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইসলামি জিহাদ আন্দোলনের নেতা আবু ইমাদ আর রিফায়ি বলেন, ইসরাইলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'আয়রন ডোম' যে ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম নয়,তা এবারের যুদ্ধে প্রমাণিত হয়েছে।
প্রতিবেশী দেশ মিশর সম্পর্কে তিনি বলেন, মিশর এখন প্রতিরোধ সংগ্রামীদের সমর্থক দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে ইরান ও লেবাননের হিজবুল্লাহর ওপর হামলার পরিণতিও যে ভয়াবহ হবে,তা ইসরাইল গাজার ঘটনাবলী থেকে উপলব্ধি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ১৪ নভেম্বর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালাতে শুরু করে এবং আট দিন সে আগ্রাসন অব্যাহত ছিল। তবে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা আগ্রাসনের জবাবে ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক মাত্রায় রকেট নিক্ষেপ করেছেন। এক পর্যায়ে উপায়হীন হয়ে ইহুদিবাদী ইসরাইল সরকার মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয় এবং তা বুধবার থেকে কার্যকর হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




