প্রথমে অনলাইন জব সাইটগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে ," মাসিক ২ লক্ষ টাকা বেতনে ইতালি, ডেনমার্ক , ফ্রান্স ইত্যাদি দেশে চাকুরীর অফার !!! মোট খরচ পড়বে ৬ লাখ টাকা । খরচাপাতি ( টাকা) নিয়ে দূচিন্তা, নো টেনশন !! আপনি বিদেশে যাবেন, এরপর আপনার বেতন থেকে প্রতি মাসে কিস্তিতে ২৫ হাজার টাকা করে দিয়ে ২ বছরের মধ্যে আমাদের রিক্রুটিং এজেন্সীর ৬ লাখ টাকা শোধ করবেন" ।
অথবা বলা হবে -- আপনার কোন খরচই নাই , সব খরচ কোম্পানীই বহন করবে , এমনকি আপনার বিমান ভাড়ার টাকাটাও !!
কি পাঠক !! পিলে চমকানোর মতো কি অফার নয় ??
এই ফাঁদ দিয়ে এরা আপনাকে আকৃষ্ট করবে । এরপর আপনি যখন ওদের সাথে যোগাযোগ করবেন , তথন ওরা বলবে ওদের কোম্পানী তরফে আপনার মেডিক্যাল চেক আপ করার জন্য ৫ হাজার টাকা দেন , অথবা বলবে , " ১০ হাজার টাকা খরচ করে অমুক ক্লিনিক থেকে মেডিক্যাল চেকআপ করে আসুন "
( আসলে ঐ অসাধু ক্লিনিকের সাথে আগে থেকেই এদের কন্টাক করা আছে !! এভাবে আপনার ১০ হাজার টাকাও যাবে, শরীরের রক্তও যাবে !)
এভাবে বিভিন্ন অসাধু ক্লিনিক / ডায়াগনষ্টিক সেন্টারের সাথে যৌথ ভাবে এরা প্রতারণার ফাঁদ পেতেছে । সুতরাং সাধু সাবধান ।।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
রিক্রুটিং এজেন্সী নামধারী এরকম একটি জারজ প্রতারক চক্রের ঠিকানা নিম্নরূপঃ
১) ওশান গ্রুপ ,
ফ্লোর -২ , বাড়ি নাম্বার - ৪৬ , রোড নাম্বার - ১৩ , নিকুঞ্জ, খিলক্ষেত ।
[অপটপিকঃ আপনারা জানেন না , তাদের জ্ঞাতার্থে বলছি , আপনি যে দেশে যেতে চান, সে দেশের ঢাকাস্হ দূতাবাসের ওয়েব সাইটেই মেডিকেলের জন্য দূতাবাসের অনুমোদিত ক্লিনিকের ঠিকানা বা চিকিৎসকের ঠিকানা দেওয়া থাকে ।সুতরাং অযথা কেন প্রতারকদের ফাঁদে পা দিবেন!! ]
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




