somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের নির্বাচনী ইশতেহার ও আমার কিছু প্রশ্ন

১১ ই আগস্ট, ২০১০ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো।সবাই ভোট দিয়ে বিপুল ব্যবধানে তাদেরকে জয়যুক্ত করলাম আমরা আম জনতা(যদিও আমি "না" ভোট দিয়া আইছিলাম)।নির্বাচনের পর অনেকেই অনেক কিছু দেখছেন অনেকে অনেক কিছু বলেছেনও।আমি আজকে পুরানো কাসুন্দি ঘাটবো না।আমাদের মহামান্য সরকারের নির্বাচনী ইশতেহার এবং বর্তমান অবস্থা নিয়ে কিছু বলতে চাই।হয়তো এরপরে ব্লগে অনেকেই আমার শত্রু হয়ে পড়বেন।অনেকে হয়তো এই লেখা পড়বেনও না।কমেন্ট অনেক দূরের জিনিষ।অনেক আজাইরা প্যাচাল পাড়ছি।এখন আসল কথা কই।

Awami League’s Vision 2021

Awami League is committed to freeing Bangladesh from its current state of crisis and building a country whose citizens are able to live prosperous and happy lives. The year 2021 will mark the golden jubilee of Bangladesh’s independence, while the year 2020 will be the hundredth anniversary of the birth of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We envision a democratic system where people choose their government freely and get services from it without hassle, enjoy freedom from fear and intolerance, live with dignity; where every citizen is assured of social justice, environmental protection, human rights and equal opportunities; and where the rule of law and good governance flourish. We envision a liberal, progressive and democratic welfare state. Simultaneously we envision a Bangladesh which by 2020/2021, will be a middle income country where poverty will be drastically reduced; where our citizens will be able to meet every basic need and where development will be on fast track, with ever-increasing rates of growth. Towards that goal, Bangladesh Awami League will frame a strategy paper, at the core of which will be the promise of change. This strategy paper will contain both mid-term and long term plans.

এইটা দিয়ে নির্বাচনী ইশতেহার শুরু।যদি পড়তে ইচ্ছা না হয় আপনাদের তার জন্য আমি সহজ বাংলায় কছু পয়েন্ট অনুবাদ করে দিচ্ছি।

"বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০২১ সালের মাঝে এমন দেশ গঠন করা হবে যেখানে সাধারণ মানুষের হাতে সরকার নির্বাচনের ক্ষমতা থাকবে।জনগণ ভয় এবং অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত হবে, সামাজিক নিরাপত্তা প্রদান করা হবে।"

কিন্তু সরকারের দেড় বছরের শাসনামলে তাদের প্রতিশ্রুত কি কি পেলাম আমরা?

১। মানুষের জানমালের নিরাপত্তা এখন নেই

২। সামাজিক নিরাপত্তা আকাশকুসুম ব্যাপার

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধান পাঁচটি বিষয় বলা হয়

Five Priority Issues

1. In The Face Of Global Financial Crisis, Maintenance Of Economic Stability And Control Over Commodity Price Hike
i. Commodity Price Hike: Measures will be taken to reduce the unbearable burden of price hike and keep it in tune with the purchasing power of the people. After giving the highest priority to the production of domestic commodities, arrangements will be made for timely import to ensure food security. A multi-prong drive will be made to control prices along with monitoring the market. Hoarding and profiteering syndicates will be eliminated. Extortion will be stopped. An institution for commodity price control and consumer protection will be set up. Above all, price reduction and stability will be achieved by bringing equilibrium between demand and supply of commodities.

"প্রথমেই তারা বলেছিলেন বাজারদর নিয়ন্ত্রনের কথা।চাহিদা এবং সরবরাহের মাঝে সামঞ্জস্য স্তাপনের কথা।আজকে সবার মুখে প্রথম যে কথাটি আসে সেটি হল বাজারের অগ্নিমূল্য।প্রথম প্রতিশ্রুতিতেই তারা ব্যর্থ"

ii. Global Financial Crisis: It is necessary to urgently form a task force which will devise a policy to save Bangladesh from global meltdown, develop a comprehensive information center, continually monitor national and global situations and provide prompt advice to help take necessary decisions. Necessary steps would be taken for investment promotion, energy security, retaining and enhancing domestic demand, safeguarding value of money, assisting exports and continuing export of manpower.

"দ্বিতীয় পয়েন্টেই বলা হয়েছিলো বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলার্থে টাস্কফোর্স গঠন করা হবে, ইনফরমেশন বুথ বসানো হবে। টাকার নিরাপত্তা প্রদান করা হবে।আদৌ কি এসবের কিছু প্রদান করা হয়েছে"

2. Effective Action against Corruption: Multi-pronged measures to fight corruption will be put into place. Powerful people will have to submit wealth statement annually. Strict measures will be taken to eliminate bribe, extortion, rent seeking and corruption. Strong measures will be taken against those having unearned and black money, against loan defaulters, tender manipulators, and users of muscle power in every stage of state and society. State or private monopoly will be broken up. Discretionary power of officials will be curtailed. To establish peoples' right, citizens’ charter will be introduced in every department. Opportunities for corruption will be eliminated or minimized through widespread computerization.

"দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে এখানে।দেড় বছরের শাসনামলে কি দুর্নীতি কমেছে নাকি বেড়েছে?ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।পুরাটাই ধোঁকাবাজি আর গলাবাজি ছাড়া কিছু না।সব্দিকে ছাত্রলীগের কর্মকান্ড আমাদের সবার জানা।তাই আমার প্রশ্ন কোথায় আমরা মুক্ত হলাম সন্ত্রাস থেকে?"

3. Power and Energy:
i. A comprehensive long term policy on electricity and energy will be adopted. Economic usage of oil, gas, coal, hydro power, wind power and solar energy will be ensured. Big and small power generation stations, coal extraction, and oil and gas exploration will be given priority. Under a three year crash program quick implementation of ongoing and under consideration power generation stations, import of electricity from neighboring countries, arranging 100/150 megawatt gas turbine projects on urgent basis, and the reactivation of the past AL initiatives for constructing 10, 20 and 30 megawatt power stations will be undertaken. A schedule for repair, maintenance and overhauling or salvaging of old power stations will be made to increase and stabilize power production. Supply of gas and LPG will be increased. The Rooppur Nuclear Power Project will be implemented.
In the next three years or by 2011 power production will be increased to 5000 megawatt and by 2013 it will be further increased to 7000 megawatt.
ii. Priority will be given to exploration and exploitation of oil and new gas fields. Arrangements will be made to supply gas in the north and western regions of the country. Supply of gas and LPG will be significantly increased.
iii. A Coal Policy will be formulated safeguarding national interest. Special initiatives will be taken to ensure economic use of the coal available so far and also to develop coal-based power plants. Priorities will be given to the exploration and exploitation of new coal fields and other mineral resources.

"বর্তমান বাংলাদেশের প্রধান আতংক বিদ্যুত।প্রতিদিন নিজেরাই দেখি কতক্ষন বিদ্যুত থাকে আর কতক্ষন থাকে না।২০১১ সালের মাঝে বিদ্যুত উৎপাদন ৫০০০ মেগাওয়াট এবং ২০১৩ সালের মাঝে তা ৭০০০ মেগাওয়াটে উন্নীত করা হবে।মানে গত দেড় বছরে তার কাজ নিশ্চয় চলছে।তার ফলস্বরুপ এখন দিনে ১০-১২ ঘন্টা বিদ্যুত থাকে না।মন্ত্রীপাড়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় কখনো বিদ্যুত যায় না।আর যদি ভুলেও এক মিনিট বন্ধ থাকে তাহলে কারণ দর্শানো নোটিশ আসে।কিন্তু সাধারন জনগণ সারাদিন বিদ্যুতের মিউজিকাল চেয়ার খেলা দেখছে এর কিছু কি তারা বুঝছেন?"

4. Elimination of Poverty and Inequity: The following strategy and aims will be followed for socio-economic development.
i. The main strategy of poverty reduction will center on bringing vibrancy in agriculture and rural life. Social safety net will be extended for the ultra-poor. By 2013 poverty level and proportion of ultra-poor will be brought down to 25% and 15% respectively. At present there are 65 million poor people in the country. This number will be reduced to 45 million by 2013 and will further come down to 22 million in 2021. In order to achieve this objective, among other steps will be the revival of previously adopted projects such as "one house, one farm", rural housing, ideal village and returning homes. The number of recipients of old age allowance and destitute women allowance would, at the least, be doubled. Employment Banks will encourage young entrepreneurs by supplying necessary capital. Revision of the just formulated PRSP will be undertaken after a thorough evaluation within six months of assuming office.
ii. Employment guidelines: A comprehensive employment guideline will be formulated aiming at poverty reduction, solving unemployment problem and making citizens’ lives meaningful. The core components of the guidelines will be: a. creating employment opportunities in rural economy b. providing credit and training for self-employment c. creating employment opportunities for wage-labour in industries d. promoting sub-contracting arrangements between big and small & medium scale industries and e. providing special training arrangements for facilitating export of labour. The number of unemployed people in the country, estimated at 28 million, will be reduced to 24 million by 2013 and will be further reduced to 15 million by 2021.

"দারিদ্র্য দূরীকরণ আরেকটি নির্বাচনী ইশতেহার।সরকারী হিসাবে বর্তমানে ৬৫ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।২০১৩ সালের মাঝে তা কমিয়ে ৪৫ লক্ষ এবং ২০২১ সালের মাঝে তা ২২ লক্ষে উন্নীত করা হবে।নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম যেমন আকাশ্চুম্বী তাতে দুইবেলা খাওয়া অনেকের কাছে বিলাসিতা সেখানে এইরকম বড় বড় মুখের বুলি কি দিবে?মুখের বুলিতে কি মানুষের পেট ভরে?আর যদি পেট ভরেও তাহলে মুখের বুলি জমা করে কি মানুষ দারিদ্র্য দূর করতে পারবে?"

5. Establishment of Good Governance:
i. Terrorism and religious extremism will be controlled with iron hand. Trial of war criminals will be arranged.
ii. Genuine independence and impartiality of the judiciary will be ensured. Extrajudicial killings will be stopped. The judgment of the Bangabandhu murder case will be made effective and the retrial of jail killings will be held. Trial of real criminals responsible for the grenade attack of the 21st August, 2004 through proper investigation will be arranged. Rule of law will be established, The Human Rights Commission will be strengthened and made effective, and an Ombudsman will be appointed. Human rights will be strictly enforced.
iii. The on-going reform programme of the Election Commission and electoral system will continue. The Parliament will be made effective and the government will be made accountable for all its activities. Wealth statement and source of income of the Prime Minister, members of cabinet, Parliament members and of their family members will be made public every year. Except for some specific subjects related to the security of the state, Parliament members will be allowed to express differing opinions.
iv. Use of religion and communalism in politics will be banned. Security and rights of religious and ethnic minorities will be ensured. Courtesy and tolerance will be inculcated in the political culture of the country. Militancy and extortion will be banned. Awami League will take initiative to formulate a consensual and unanimous charter of political behavior.
v. Opportunities will be created for the expatriate Bangladeshis to take part in national reconstruction and their right to franchise will be ensured. Special initiatives will be taken to attract expatriate’s remittance in productive investment. A consultancy network will be developed to fruitfully use expatriate’s talents.
vi. Administration will be free from politicization and will be pro-people. Efficiency, seniority and merit will be the basis of appointment and promotion in public service. Administrative reform, right to information and e-governance will be introduced. A permanent Pay Commission will be set up for civil servants.
vii. In order to provide security to every citizen of the country, police and other law and order enforcing agencies will be kept above political influence. These forces will be modernized to meet the demands of the time. Necessary steps will be taken to increase their remuneration and other welfare facilities including accommodation.

"সন্ত্রাস এবং মৌলবাদ দূর করা হবে এমন প্রত্যয় নিয়ে তারা দেশ শাসনে এসেছিলো।কিন্তু এখন সন্ত্রাসী বলতে আমরা চিনি তাদের দুগ্ধপোষ্য ছাত্রলীগকে।দেড় বছরের শাসনামলে কত নিরীহ মানুষকে ছাত্রলীগের কর্মীরা হত্যা করেছে তা কি কেউ বলতে পারবে?আজ কি কেউ নিশ্চিত করে বলতে পারবে সে সন্ত্রাসের শিকার হবে না?এই যদি সন্ত্রাস দূরীকরণ হয় তাহলে সন্ত্রাস কাকে বলে এই প্রশ্নের জবাব কি মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারবেন?যুদ্ধাপরাধী দেখে মানুষ জামাত কে ভোট দেয় না।আর সরকার এই ইস্যুকে পুঁজি করে ক্ষমতায় আসে।কিন্তু নিজ দলের ভিতরে থাকা যুদ্ধাপরাধীদের বিচার কি জনগণ পাবে এই সরকারের থেকে?"

সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নগুলো আমার মাথায় পোকার মতো কিলবিল করে।তাই আপনাদের কাছে জানতে চাইলাম।কোন দলকেই সাপোর্ট করি না।শুধু ভালোবাসি নিজের দেশকে তাই এতো প্রশ্ন আসে মাথায়।আমাদের মহামান্য সরকার কি এই প্রশ্নের জবাব দিবেন?

সরকারের নির্বাচনী ইশতেহার
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×