গাছগুলো পানির অভাবে লুটিয়ে পড়ছে;
আর আমার হৃদয় ভালোবাসার অভাবে পঁচে যাচ্ছে।
তবুওতো গাছগুলো কখনও পানির সঙ্গ পেয়েছিল।
কিন্তু ভালোবাসাতো আমার হৃদয়কে কখনই স্পর্শ করেনি।
গাছগুলোর চোখ নেই; পানিকে তারা দেখতে পায়না।
শুধু ছুঁয়ে যায়।
ভালোবাসাকে দেখতে পেয়েও ছুঁতে না পারার যে কী কষ্ট!
তা আমার হৃদয় জানে।
গাছেরা, তোমরা সৌভাগ্যবান। তোমাদের হৃদয় নেই।
নয়তো, আমারই মত ক্ষয়ে যাওয়া হৃদয় নিয়ে
তোমাদের বেঁচে থাকতে হত।
উৎসর্গঃ সকল প্রেমিক হৃদয়কে যারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



