আমার Set Samsung Galaxy Ace GT-S5830L. কিন্তু একটা সমস্যা, সেটটা Rooting করতে পারি না।
মোবাইলটির ফুল ডেসক্রিপশন পাবেনঃ Samsung Galaxy Ace GT-S5830L Full phone description
কিন্তু ওদের সাইটে দেখানো ডেসক্রিপশন এর সাথে আমারটা পুরোপুরি মিলে না। তাই আপনাদের সাহায্য করার সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন নিচে দিচ্ছি...
Name: Samsung
Series: Galaxy
Genere: Ace S5830
Android OS v.: 2.3.4 (GSM arena সাইটে দেখানো হয়েছে 2.2)
Color: Black, White (Extra)
Made in: China
Bought from: USA
Try to root: 7times (প্রতিবার ব্যর্থ হয়েছি)
Factory Reseted: 3 times (প্রথম বার সাউন্ড ফাইল গুলো সব হারিয়ে গিয়েছিল তাই, দ্বিতীয়বার ভাইরাসের কারণে সেট কিছুক্ষণ পরপর রিস্টার্ট নিত তাই, তৃতীয়বার সেট চুরি হয়েছিল এবং চোর সেট খুলতে না পারায় স্ক্রিনলক উল্টাপাল্টা হয়েছিল একারণে ঠিক করতে)
আশা করি এতেই হবে। ভাইয়েরা তাড়াতাড়ি হেল্প কইরেন। খুব সমস্যায় আছি। Avatar HD games টা খেলতে পারতেছিনা। তাই তাড়াতাড়ি সাহায্য লাগবে।
ধন্যবাদ জানিয়ে পোষ্ট শেষ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


