১৫ অক্টোবর (রেডিও তেহরান): মুসলিম বিশ্বের বিজ্ঞান-গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সফল মুসলিম বিজ্ঞানীদেরকে নোবেল পুরস্কারের মত সম্মান ও পদক দেয়ার পরিকল্পনা নিয়েছে।
ইরানের ভাইস প্রেসিডেন্ট বেগম নাসরিন সুলতানখা এ কথা ঘোষণা করেছেন।
মুসলিম বিশ্বের সেরা বিজ্ঞানীদের আরো উন্নত অবদান রাখতে উতসাহ দেয়া এবং তাদের পৃষ্ঠপোষকতা ও সহায়তা দিয়ে বিশ্ব অঙ্গনে আরো তীব্র প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে ইরানের ইসলামী সরকার এই পরিকল্পনা নিচ্ছে বলে তিনি জানান।
প্রতি দুই বছরে একবার এই বিশ্ব-পুরস্কার দেয়া হবে এবং পুরস্কারের নাম হবে "Great Prophet World Prize", বা “মহানবী-সা. বিশ্ব-পুরস্কার”।
মুসলিম বিশ্বের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টির লক্ষ্যে নোবেল পুরস্কারের মত উচ্চ মানের এ পুরস্কার দেয়া হবে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ক্ষেত্রে।
সাম্প্রতিক সময়ে ইরান পরমাণু, মহাকাশ, ন্যানো প্রযুক্তি, মূল-কোষ গবেষণা ও জটিল রোগের ওষুধ তৈরিসহ চিকিতসা বিজ্ঞানের নানা গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




