২৬ অক্টোবর : নিউ ইয়র্ক সিটি পুলিশের এক সদস্যকে মহিলাদের অপহরণ, ধর্ষণ, নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ দিয়ে খাবার তৈরির পরিকল্পনা করার দায়ে গ্রেফতার করা হয়েছে।
গিলবার্টোর ভ্যালি নামের ওই পুলিশের বিরুদ্ধে জামিন অযোগ্য অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগের মধ্যে অপহরণ ষড়যন্ত্র এবং আইন প্রয়োগকারী সংস্থার ডাটাবেজ অবৈধভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে।
গিলবার্টোর ভ্যালির ওই পৈশাচিক পরিকল্পনার কথা পুলিশকে জানান তার সাবেক স্ত্রী। অভিযোগ পাওয়ার পর পুলিশ ভ্যালির কম্পিউটার জব্দ করে এবং লোমহর্ষক সব তথ্য উদ্ধার করে।
তবে ভ্যালি তার পরিকল্পনা বাস্তবায়ন অর্থাত কোনো মহিলাকে অপহরণ, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে হত্যার সুযোগ পায়নি। কিন্তু যে সব মহিলাদের ওপর এ ধরনের পৈশাচিক ইচ্ছা চরিতার্থ করা যায় তাদের সম্পর্কে তথ্য যোগাড় করেছিল ভ্যালি।
ছয় বছর ধরে ভ্যালি নিউ ইয়র্ক সিটি পুলিশে চাকরিরত ছিল এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির সময় খুব শান্তভাবে বসে থাকতে দেখা গেছে।
সরকারী কৌঁসুলীরা আদালতে বলেন,ভ্যালি তার পরিকল্পনা বাস্তবায়নের কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




