১ এপ্রিল থেকে বাংলাদেশে প্রথমবারের মত অনলাইন টেলিভিশন রেটিং পয়েন্ট (ওটিআরপি) শুরু হচ্ছে।
******এবারের প্রশ্ন আপনার প্রিয় টিভি চ্যানেল কোনটি।
আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো নির্ধারিত প্রশ্নের জবাব www.cabletv.com.bd
সাইটে দেয়ার জন্য।
শিগগির সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হবে।
আগামী ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল ঢাকার বসুন্ধরা সিটি লেভেল-৭ এ আন্র্তজাতিক ক্যাবল টিভি শো অনুষ্ঠিত হবে। এই উৎসবে সেরা টিভি চ্যানেলকে গোল্ডেন টেলি এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
যে কারণে আপনাদের রায় এবং সহযোগিতা বড় প্রয়োজন।
উৎসব সকলের জন্য উম্মুক্ত থাকবে। এবারের উৎসবে দেশের টিভি চ্যানেল ছাড়াও সনি, জিটিভি, স্টার প্লাস, স্টার স্পোর্টস, ইএসপিএন, আলজাজিজরা, সিএনএনসহ অন্যান্য বিদেশী চ্যানল অংশ গ্রহণ করবে।
উৎসবে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন দেশের টিভি চ্যানেলগুলোর কর্মকর্তা।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



