কালকে রাতেও ঘুরে গেছিলাম ব্লগ থেকে...পোস্ট কয়েকটা পড়লাম...ক্লান্ত ছিলাম খুব ঘুমাইয়া পড়লাম ।একটু আগে ঘুম থেকে উইঠা ব্লগে বইসাই দেখি....টপ রেটে রাশেদ ভাইয়ের পোস্ট...নিজে চোখেরে বিশ্বাস হইতেছে না...যে কোনদিন পোস্ট দেয় না..খালি কমেন্টে কমেন্টেই দেখি বস ফেভারিট হইয়া গেছে

আমার ঈদ গেছে কোনরকমে..সকালে ভাবছিলাম বাইর হব ফ্রেন্ডদের সাথে
যাইতে পারলাম না...আব্বু আম্মুর সাথে গেলাম মামার বাড়ি,খালার বাড়ি..(খাইয়ালামু) ছোট মানুষ হইয়া এই হইছে প্রবলেম...ভাইজান ঠিকই গেছে ডার্লিংয়ের সাথে...(আম্মাআআ)
(ভাবছিলাম ভালই কামাই হইব...তাও হইল না)(খাইয়ালামু)
২টার দিকে ফ্রী হইছি..ফোন করলাম দোস্তরে , সে কয়..তারা বলে বাড়িতে গেছেগা..
, তারপরে ভাবলাম দেখি আমার উনারে ফ্রী পাওয়া যায় কিনা...(খাইয়ালামু) তারও দেখি একই অবস্থা...সকালে রান্না টান্না কইরা সে বলে খাওয়াইতাছে..আমি কইলাম আমু নাকি খাইতে...?সে বলে আমারে কিল দিব...
যাওকগা...বিকালে কিছু ফ্রেন্ড নিয়া গেলাম ঘুরতে...যাওয়ার যায়গাতো ওই একটাই...বসুন্ধরা
রাতে একটু মাজা হইল...আমার পিচ্চি ৯টা ভাইগ্না-ভাগ্নি আসছিল..ওদের সাথে খেইলা সময় কাটাইছি...
আজকে যাব একটু পরে উনার সাথে....পকেট নিয়া খুব টানশনে আছি...
(রাশেদ ভাই কেমন আছেন??আপনেরে আর পোস্টে কিছু দিলাম না..এইখানেই লেইখা দিতাছি...আপনে বিদেশে থাকেন জানতাম নাতো...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


