আগের ক্রিসমাসগুলা হামকি-তুমকি করে বন্ধুদের সাথে নাডামি করে কাডাইতাম, সাথেতো ননাফসুসিত খাওন-দাওন ছিলই। কিন্তু এইবার পার পাইতেছিনা। প্রব্লেমের সমস্যা হইল বন্ধুর বাবা-মা দুইজনেই অর্ডার করছে যে- তাদেরকে বাংলাদেশী খাবার রান্না করে খাওরাইতে হপে। পোলাপাইন হইলে না হয় নাডামি করে পার পেয়ে যাইতাম কিন্তু মুরুব্বীদের কথা কেমনে ফেলি !!! তার উর্পে আমার আউলা-ঝাউলা মহা ঝাল রান্না খাইলে মুরুব্বীদের মাথাও আউলা-ঝাউলা হয়ে যাপে। আসুস
হের লাইজ্ঞা ভাইয়ারা, আপারা, নাডারা@ ১৫-২০ জনের জন্য একটা রান্নার রেসিপি দিয়ে হেল্পান। খুব বেশী ঝাল রান্না করা যাপে না, স্টার্টার বা মরুভূমির ডেজার্ট রান্না করা যাপে না, মেইন ডিশ হইতে হপে। শর্টকার্টে দ্রুত করা যায় এমুন রেসিপি হইতে হপে। আপনাগো পিলিজ লাগে, হেল্পান।
কপিশেষে আপনাগো সপাইরে বন্যবাদ এবং ম্যারি ক্রিসমাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




