আমি বুঝি না তারা এমন গাধামি কেন করে । একটা বাচ্চাও মনে হয় একা ও এমন ভুল করতে পারবে না । আর তারা সবাই মিলে দফায় দফায় মিলে এমন ভুল গুলো করে যাচ্ছে কেন আমি তা বুঝি না । আপ্নারা কেউ যাদি বুঝি থাকেন তা হলে আমাকে জানান ।
১। মিলনের নামে কেন দুই বছর আগের ছিনতাই -এর ঘটনার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয় ।
২। ছাত্রলীগের একের পর এক আভাবিত জঘন্য ঘটনার পর ও কিভাবে সাহারা খাতুন বলে যে এটা ছাত্রলীগ নয় শিবির করেছে ।
৩। জামাত নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য যখন মানবতা বিরোধী অপরাধ ও অনান্য আরো অনেক গুরুত্বপুর্ণ ও যুক্তিপুর্ণ মামলা দিয়ে গ্রেপ্তার করা যায় তখন কেন তাদের একটা ফালতু মামলায় গ্রেপ্তার করা হল ।
৪। ফারুক খান গতকাল বললেন যে ছোলার দাম ৪৮ টাকা আর আজকে বাজারে গিয়ে দেখলাম ছোলার দাম ৪৪ টাকা । দোকানীর কাছ থেকে জানলাম যে গত কয়েক দিন থেকেই এই দাম বজায় আছে । এভাবে তিনি যত বারই পন্যে দাম টিভিতে বলেন দেখা যায় যে তা বাজার থেকে বেশী । এর মানে কি ?
৫। পাট মন্ত্রী প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলেন - "ছাত্রলীগের বাবারা" তোরা নিজেদের কেন মারিস অন্যদের কে মার ।
৫। সব গুরুত্বপূর্ণ মন্ত্রী বার বার বলেন ছাত্রলীগে শিবির ঢুকেছে , যা অপকর্ম সব শিবির করে । তাহলে চিহ্নিত এইসব অপকর্ম কারী শিবির কর্মী দের ধরা হয় না কেন ?
৬। এমন বিচক্ষন আইন মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকতে কি ভাবে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালে এক জন মুক্তিযুদ্ধ বিরোধী কে প্রধান করা হয় ?
৭। কিভাবে দিপু মনি সিমান্তে বাংলাদেশীদের হত্যার ব্যাপার টা প্রণব মূখার্জীকে বলতে ভুলে যান ?
এগুলা যে ভুল ও হাস্যকর তা যে কেউ জানে ও এবং হাসেও । কিন্তু তার কি এটা বুঝে না ।
আসলে দেশে কি এখন Democracy চলছে না Idiocracy ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




