২৭ আগষ্ট ২০১৫ নয়া দিগন্তে জনাব মেহেদি হাসান বিস্তারিত একটি লেখা ছাপিয়েছেন ” বিশ্ব ব্যাংকের শর্তযুক্ত চিঠি প্রত্যাখ্যান ” ( Click This Link ) এ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে জঘন্য এবং ভয়ংকর পরিকল্পনার বাস্তবায়িত হচ্ছে তা সাধারন মানুষ তো অনেক পরে, স্বয়ং দেশের গোয়েন্দা বাহিনীরাও তার খবর রাখে না। প্রথম প্রশ্ন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে বিশ্ব ব্যাংক নাক গলাবার কে ? আমাদের দেশে আন্তর্জাতিক মানের মুদ্রন শিল্প থাকার পরেও আমাদের টাকা দিয়ে কেন ভারত থেকে গত ৫ বৎসর শিশু / কিশোরদের পুস্তক ছাপানো হলো ? ৯৮ ভাগ মুসলমান দেশের সরকার নিয়োজিত করেছে নারায়র চন্দ্র পালকে NCTB এর চেয়ারম্যান হিসাবে। তাই দেশের মুদ্রন শিল্প মালিকেরা মুদ্রনের দায়িত্ব পায়নি গত ৫টি বৎসর। দেশের শিশূ / কিশোরদের বই ভারতীয় হিন্দুদের দ্বারা ছাপানো হয়েছে। ফলশ্রুতিতে সেখানে ব্যাপক হারে যৌনতার প্রবেশ ঘটানো হয়েছে, আর ছাপানো হয়েছে ভারসাম্যহীন ভাবে হিন্দু আর নাস্তিকদের লেখা কবিতা / প্রবন্ধ। নিম্নে ছকটি সে বিষয়ে পরিস্কার ধারনা দেয়ার জন্য যথেষ্ট।

পৃথিবীতে হয়তোবা দেখা যাবে বাংলাদেশই একমাত্র দেশ, যেই দেশটি স্বাধীনতার ৪৫ বৎসর পরও নিজ দেশের শিশূ/ কিশোরদের বই বাইরে থেকে ছাপিয়ে আনে। পাশের দেশ ভারত কিংম্বা মায়ানমারে এদেশের মুদ্রন শিল্পপতিরা তাদের দেশের শিশূ/ কিশোরদের বই ছাপাতে গেলে কি পরিণতি হবে তা ভেবে দেখার বিষয়। বিশ্ব ব্যাংক ঋন দেয়ার নামে তৃতীয় বিশ্ব এমন কি কিছু প্রথম বিশ্বের দেশ সমূহকে ও কিভাবে মগজ ধোলাই করে চরম দারিদ্রতায় নিক্ষেপ করেছে তা বিস্তারিত জানতে হলে নিম্নে লিখিত লিংক দুইটি দেখে নিতে পারেন।
১। Local Solution To Global Recession. (Click This Link)
২। খোলা মাঠে মগজ ধোলাই। ( Click This Link )
ভারত ছাপালে কোন শর্ত নেই, বাংলাদেশের মুদ্রন শিল্পের মালিকরা ছাপাতে গেলেই যত শর্ত। অপর দিকে মুসলমান দেশের শিশূ / কিশোরদের কে জোর করে টিকা দেয়াটা এখন বাস্তবতায় পরিনত হয়েছে। যেখানে বাংলাদেশ বর্তমানে প্রথম বিশ্বে ঔষধ রপ্তানী করে সেখানে শিশুদের জন্য টিকা ভারত থেকে তৈরী করে আনতে হয়। সাধারন জনগন নয় এদেশের বুদ্ধিজীবী কিংবা গোয়েন্দা বাহিনীর উচিৎ এসব ভয়ংকর পরিকল্পনা সমূহের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। এ এক দীর্ঘ মেয়াদি গভীর ষড়যন্ত্র, যে জাতি ঘুমিয়ে থাকে তার মৃত্যু হয় আর যে জাতি এ ধরনের হুমকীর বিষয়ে সজাগ থাকে তারা বেঁচে থাকে। ইহুদী / নাছারা আর পার্শ্ববর্তী দেশের মুসরিকেরা চায় ভবিশ্যতে এদেশের মুসলমান যুবক যুবতীরা যাতে সন্তান জন্ম দিতে না পারে সে জন্য ছোটকাল থেকেই ওদেরকে টিকার দেয়ার ব্যবস্থা করা। এজন্যই টিকা সমূহ ভারত কিংবা নিজস্ব নিয়ন্ত্রিত কোন দেশ থেকে তৈরী করা হয়। আপসোস আমাদের দেশের তথাকথিত মুসলমান নেতারা তা বুঝতে অক্ষম। প্রশ্ন হচ্ছে সৌদী ওয়াবী রাজার কোটি কোটি টাকা খরচ করে পৃথিবী জুরে ওয়াহাবী সন্ত্রাশী তৈরী করা হচ্ছে আবার সন্ত্রাশ দমনের নাম দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এক এর পর এক মুসলমান দেশ কে ধুলায় মিশিয়ে দেয়া হচ্ছে। এহেন সন্ত্রাসী ধর্মের বাচ্চাদের বাচিয়ে রাখার জন্য নিজ খরচে তোমাদের এতো মহান প্রচেষ্টা ? আমেরিকান রেড ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান এবরোজিনদের চিরতরে শেষ করে দিতে তোমর তো এরকমই মহানুভবতা দেখিয়েছিলে। বর্তমান যুগে আমাদের নেতৃবিন্দ সেই আমেরিকান রেড ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান এবরোজিনদের চেয়েও গন্ডমুর্খ, ওদেও কাছে জাতির ভবিশ্যতের চেয়েও নগত নারায়ন বেশী মূল্যমানের।
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিভাবে যৌনতার প্রবেশ ঘটানো হয়েছে তা জানতে চাইলে ক্লিক করুন :
১। http://bangladeshpress.com/news/view/38538
২। Click This Link
জাতি হিসাবে সকলের উচিৎ আমাদের মুদ্রন শিল্পের মালিকদের সাধুবাদ জানানো কারন এরাই সর্বপ্রথম অর্থনীতি ধংশকারী ইহুদী প্রতিষ্টান বিশ্ব ব্যংকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে । লক্ষ্য রাখতে হবে যে প্রতিবাদকারী সমিতির নেতৃত্বকে তারা আবার পয়সার বিনিময়ে ক্রয় না করে ফেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



