সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জিনিসটা শক্ত হয়ে আছে
এমন হলে কেমনটা লাগে?
হুম শক্ত তো হবেই, জিনিসটা তো অনেকদিন থেকে ব্যবহার হয় না
এবার জিনিসটা ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু একটু করে চাপ দিলাম, নাহ কোন কাজই হচ্ছে না
হাতে সময় কম অফিস যাওয়ার তাড়া আছে তাই দুই হাত দিয়ে এবার গোড়া থেকে সামনের মুখ পর্যন্ত আস্তে আস্ত টিপতে থাকলাম
কিন্ত না, আমার ধারণা ভুল প্রমাণিত হলো
বিয়েও করিনি যে বউ আছে, সাহায্য করবে
পরে কি করলাম? বলছি তাহলে
.
.
.
.
.
.
.
.
.
.
.
একটা কাঁচি নিয়ে শক্ত হয়ে যাওয়া টুথপেস্টটাকে মাঝ বরাবর দুইভাগ করে এর ভেতর থেকে টূথপেস্ট বের করে দাঁত মাজলাম
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



