সামহোয়ার ব্লগের সবাইকে সালাম । আমি তিন মাস পর আমার ব্লগ এ্যাকটিভেট করতে পারলাম । আমি সামহোয়ারের ব্লগ লিখা পড়ে এ্যাকাউন্ট খুলেছিলাম । কিন্তু আমার কাছ এ্যাকটিভেট মেইল আসেনি । ফলে আমি আমার ব্লগ এ্যাকটিভেট করতে পারছিলাম না । আমি ভাবলাম হয়ত পাসওর্য়াড প্রব্লেম হয়েছে, তাই পাসওর্য়াড চেন্জ করার আবেদন করলাম । কিন্তু কোন মেইল পাই নি । তাই আমার ইমেইল এ্যাকউন্ট থেকে আবার রেজিস্টেশন করার চেষ্টা করলাম । এক্ষেত্রে আগের এ্যাকাউন্টের কারনে কিছু তথ্য পরিবর্তন করে এ্যাপ্লাই করেছিলাম । কিন্তু এক্ষেত্রেও কোন মেইল পাই নি । (হয়ত এটা হতে পারে একই ইমেইল এ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক এ্যাকাউন্ট খোলা যায় না, কিন্তু এ্যাপ্লিকেশন করার সময় এ বিষয়ে কোন সমস্যা হয় নি ।) কিছুদিন পর সামহোয়ারের পোষ্ট দেখতে দেখতে সমস্যা জানান কথাটি জেনে সমস্যা জানাতে গেলাম এবং এ বিষয়ে ভাল না জানার কারনে আমি আমার সমস্যাটি সাধারণ সমস্যা বিভাগে পাঠালাম । মেইল বক্সে টিকিট নাম্বার দিয়ে একটি মেইল পেলাম । অপেক্ষা করতে লাগলাম এ্যাকটিভেট মেইলের কিন্তু মেইল পেলাম না । অবশেষে টিকিট নাম্বার দিয়ে একটি মেইল পাঠালাম, কিন্তু কোন জবাব পেলাম না । এইভাবে তিনটা মেইল পাঠালাম কোন কাজ হল না । এরপর আর একবার সমস্যা জানাতে গেলাম এবং ভেবে পৌফাইল সমস্যায় একটি মেইল পাঠালাম । সামহোয়ার থেকে আবার টিকিট নাম্বারসহ মেইল পেলাম । তিন দিন পর আর একটি মেইল পেলাম যেখানে আমার ব্লগ নেম এবং ইউআরএল এ্যাড্রেস জানতে চেয়েছিল । আমি আমার ইমেইল এ্যাকউন্ট থেকে ইনফরমেশনগুলো লিখে মেইল পাঠালাম কিন্তু এবারও হতাশ হতে হল, কোন এ্যাকটিভেট মেইল পেলাম না । কয়েকদিন পর সামহোয়ারের সমস্যা থেকে ইমেইল এ্যাকাউন্ট থেকে যেমেইলটি ইনফরমেশন সহ পাঠিয়েছিলাম সেঠি কপি করে পাঠালাম । তিনদিন পর অর্থ্যাৎ আজকে সকাল সাতটায় এ্যাকটিভেট মেইল পেলাম এবং আমি আমার ব্লগ এ্যাকটিভেট করলাম । আমার এ্যাকাউন্ট এ্যাকটিভেট করতে গিয়ে একটা ব্যাপার লক্ষ্য করলাম, মেইল এ্যাকউন্টের মেইলগুলো সামহোয়ার কর্তৃপক্ষ মনে হয় পড়ে না । তাই সামহোয়ার থেকেই ইমেইল করতে হবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




