কোরবানির গোস্ত খাইয়া পেট পোয়াতি বেডির মতোন করে ফেলা খাদক আর লুল ভাইয়েরা আউগায়া বহেন।বিকজ চেয়ারম্যান ইজ ব্যাক
তখন কলেজে পড়ি।মাসের শেষের দিকে হোটেলে গিয়া ভালো মন্দ খামু তো দূরের কথা পকেটে বুট খাওনের ও টেকা নাই
তাই বৈসা গেলাম ছক কষতে কারে আইক্কাওয়ালা বাশ দেওয়া যায়।লেকিন গুগল সার্চ মাইরাও কুনু সহৃদয়বান বেক্কল দোস্ত পাইলাম না
মাশাল্লাহ দিনটাও ছিলো শুভ মানে শুক্কুরবার ,আর পায় কেডা ?
চামের উফরে একটা বিয়ার পার্টি দেইখা ২ দোস্তে বর পক্ষের লগে এন্ট্রি মারলাম
ভিতরে ঢুইকা দুলা মিয়া তো আর আমারে ছারে না।কয় ভাই তুমি কেডা গো ? আমি দাত ৩৩ খান বাইর কৈরা কৈলাম আমি আফনের শালা হই
হুইনা গর্ভবতী বেডিগো লাহান মাথাডা চক্কর মাইরা উঠলো
কৈয়া উইঠা আইসা দেখি আমার দোস্তে এক টেবিলে বৈয়া একলা একলা আমারে থুইয়া হমানে রোস্ট চিবাইতাছে
কৈলাম আমারে থু্ইয়া তো খাইতে পারলি ?
হালায় কয় কেন তুমি কি লায়ক রাজ্জাক আর আমি তুমার বউ শাবানা যে না খাইয়া পতির লাইগা ওয়েট করুম
কৈলাম ওরে মালিকা হামিরার তালতো ভাই আর কতো খাবি ? খাওনের পরে ডেজার্ট হিসাবে মাইর খাইতে না চাইলে জলদি ঠ্যাং দুইডা কান্দে লৈয়া খিচ্চা দৌড় দে।বদের বেটা নাখোশ হৈয়া হাতে একটা ফিরনির কাপ লৈয়া খাইতে খাইতে বিরস বদনে আমারে ফলো করলো।
দোস্তরে লৈয়া বাইরে আইতেই দেহি পাশের রুমে আরেক পার্টি হৈতাছে
খাজা বাবার নাম লৈয়া ঢুইকা পড়লাম ঐ হলরুমে ।দোস্তে খালি পান্জাবি ধৈরা টানে কয় ল জাইগা।কৈষা একটা বন দিয়া কৈলাম শালি নিজে তো ঠিক ই গোডাউন ফুল কৈরা খাইছোস আর আমি এহনো এক গেলাস শরবৎ ও পাইলাম না
হমুন্দির নাতি দাত কেলায়া কয় কেন ৩৫০০ টেকা যে পাইছোস
কৈলাম ঐটা তোর বাপের বিয়াতে যৌতুক দিমু শালা বেক্কলের বাটখারা।
কথা না বাড়ায়া এক টেবিলে বৈয়া পড়।
বৈসাই হমানে রোস্ট ,রেজালা সিস্টেম দেয়া শুরু করলাম।বেয়ারা যাই লৈয়া আসে কুনুডাই ফেরত দেই নাই।আমাগো খাওনের চোটে ঐ টেবিলের অন্য কেউ ভাগেই পাইলো না ঠিক মতোন
খাওয়া প্রায় শেষ এমুন সময় এক আন্কেল আইসা কয় বাবা তুমার আব্বু আসে নাই ?
আমিও বিনয়ে গৈলা পইড়া নুরানি হাসি দিয়া কৈলাম না আন্কেল খুব স্যরি আব্বু তো আজকে আসটে পারেন নাই ,উনি খুব বিজি বিয়ের কাজ নিয়ে।উনি বউ ভাতে অবশ্যই থাকবেন
আন্কেল আমার কথা শুইনা খিচ মাইরা গেলো
দোস্তে কয় আরে খাদকের পুত পিছনে চা।
অনিচ্ছা সত্তেও মুরগির রান চিবানি বাদ দিয়া মাথাডারে ১৮০ ডিগ্রি এংগেলে ঘুরাইয়া দেখি দরজায় লেখা আজ রতনের খতনা মোবারক
দোস্তে কয় ডরাইস না আমি ফিটিং দিতাছি।কয় ৫০০ টেকা দে।কৈলাম কম দিলে হয়না ? লেকিন পাষান হৃদয় গললো না
আমার কাছ থাইকা ৫০০ টেকা লৈয়া ওয়েটার রে ডাক দিয়া কয় হাতে ২০ টাক দিয়া কয় যাও একটা খাম লৈয়া আসো।খাম আনলে ঔটার ভিতরে ৫০০ টেকা ঢুকাইয়া আন্কেলের কাছে গিয়া কয় "আন্কেল তাড়াতাড়ি চলে আসছি তো বাবুর জন্য খেলনা আনতে পারি নাই" এইটা বাবুকে দিয়েন
আন্কেল ও দেহি সব ভুইলা গোভিন্দের লাহান ৩২ ইন্চি ক্লোজ আপ ভেটকি মারলো
ঐদিন ফিরি খাইয়া আরো ২৮৮০ টেকা রোজগার হৈছিলো।তবে এর পর আর কুনুদিন এই আকামে যাই নাই ।
এই গল্পের মোরালঃ মানীর মান আল্লাহ ই রাখে
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




