পুলাপাইনের কাছে দুনিয়ার গজইব্যা জিনিসের লিস্টি বানাইলে ১ লমবরে যেইডা থাকবো তা হৈলো এক্সাম।এই এক্সামের আগে যে কতোজনর বদনা লৈয়া দৌড়াইতে হয় আর মসজিদ মন্দিরে সিন্নি আর মোমবাত্তি মানত করে সেইটা সবার ই জানা
কেলাস ফাইভের বৃত্তি পরীক্ষার পরথম দিন।দুধ ভাত খাইয়া, চুলে তেল দিয়া সিথি তুইলা মা বাপের দোয়া আর এলাকার ময় মুরব্বির বদ দোয়া লৈয়া এক্সাম হলে হান্দাইলাম।একটানে অংক সব এনসার কৈরা দেখি যে ৩ টা পারিনা
কেমনে কি ? বাপে কৈছে বৃত্তি না পাইলে বাজারে গিয়া মোগলাই খাওয়া বন,মায়ে কৈছে পাশের বাসার কলির লগে কুতকুত খেলা বন
মাথায় উফ্রে আসমান ভাইংগা পড়বো এমুন সময় বুদ্ধি চিলিক মারলো।স্যার রে কৈলাম স্যার পানি খামু বাইরে যাই ? স্যারে আরেক কাঠি সরেস মাল কয় না,আমি পানি আনতাছি ।আমি কি আর ছাড়ি?
একটু পরে কৈলাম স্যার প্রাকৃতিক ডাক সারমু
আমিও বাইর হৈয়া আকাশ পাতাল ভাইংগা বাংলা ছবির লায়কের লাহান দিলাম দৌড়,এক দৌড়ে আব্বার কাছে।বাপে আংগুল ধৈরা আমারে লটকায়া হাটা শুরু করলো ।কয় ল বেটা বাড়িতে যাই
বাপে তো টাশকি ! কয় করছস কি ?
আমি কৈ না আগে উত্তর কন ।বাপে কয় ঠাডায়া চটকনা খাওনের আগে বিদায় হও নালায়েক।আমার কাছ থাইকা নকল লৈতে আইছো ? নিকাল যাও বেত্তামিজ
ভগ্ন হৃদয়ে হলে ফেরত আইলাম।আইয়া জানলা দিয়া উদাস নয়নে চাইয়া দরদি সুরে বিসমিল্লাহ কৈয়া কান্দন ইস্টার্ট দিলাম
মাস্টরে কয় কান্দো কেন বাবা ?
কৈলাম ৩ টা প্রশ্ন পারিনা ।কে আমারে আশা দিবে ? কে আমারে অংক কৈয়া দিবে ? আছে কুনু দরদি মায়ের পোলা ?
স্যারে চামের উফ্রে চিকনে সঠিক উত্তর ৩ টা আমার প্রশ্নে দাগায়া দিলো।মনের খুশিতে মনে চাইলো স্যার রে শশুর আব্বা ডাকি
লেকিন মাইন্ডে ইয়াদ দিলো তাতে এক্সপেল হওনের সম্ভাবা বেফুক ,তাই আগে বাড়লাম না।
পরে অবশ্য বৃত্তি পেয়েছিলাম
কাহিনি নং ২
কেলাস সিক্সে পড়ি।কৃষি পরীক্ষা। ফাটায়া পরীক্ষা দিতাছি।বাইছা বাইছা চিত্র সহ কোশ্চেন গুলান এনসার করতাছি যাতে লমবর বেশি পাই
প্রশ্ন ছিলো " শাল দুধ কি এবং বাছুরের জন্য শাল দুধের উপকারীতা বর্ননা কর"
এইডার চিত্র পাই কৈ ?
মাগার পরাজয়ে ডরেনা বীর।জান দিয়া দিমু মাগার চিত্র দিয়া ছাড়ুম এই নীতিতে অটল এই চেয়ারম্যান।মায়ে ছুডু বেলায় মেলা হরলিকস গিলাইছিলো সেই কারনে বুদ্ধির কমতি ছিলোনা মাশাল্লাহ
আইকা ফালাইলাম গরুর শাল দুধ
কেমনে আকলাম কৈতারবেন ? পরথমে আকঁলাম একটা গরু,গরুর নিচে আকঁলাম একটা বাটি,বাটির মধ্য ফোটা ফোটা দিয়া লেখলাম দুধ
যাহ হৈয়া গেলো গরুর শাল দুধ
এক্সাম থাইকা বাইর হৈয়া দোস্তরে কৈলাম দেখাইলি না ,বুঝিস হুহ !
খাতা দেওনের দিন স্যারে সবার খাতা দিলেও আমারটা দেয়না
মনের দুক্কে শামুকের লাহান মাথারে বেন্চের তলে ঢুকাইলাম।সেই দিনের পর থাইকা আর ছবি আকিঁ না।নাইলে লিওনার্দো দা ভিন্চির আগে না হৈলেও পরে আমর নামটাও মাইনসে লৈতো।
মেলাদিন পর লেখালাম।সবাইরে বেফুক মিছাইছি।সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




