ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না দলীয় রাষ্ট্র আমাদের এই দেশ? অগুনিত ক্যামেরার সামনে বিশ্বাজিত নামে এক হিন্দু ছেলেকে খুন করা হল কুপিয়ে। যারা করল তাদের সবাই চিনি। রাজা বললেন তারা আমাদের দলের কেউ নন। অথচ রাজিব নামের এক বিতর্কিত মুসলিম (?) কে কুপিয়ে খুন করল কে বা কারা (হতে পারে শিবির কিন্তু আমরা কেউ নিশ্চিত নই) রাজা গেলেন তার বাসায়, তাকে শহিদ খেতাব দিলেন নিজে থেকে (তিনি অবশ্য আবেগি মানুষ, কোথায় কি বলেন হয়ত নিজেও বোঝেন না)। বললেন শিবির খুন করেছে। (আমিও দেখিনি তিনিও দেখেননি, হতে পারে সত্য কিন্তু প্রমান ছাড়া আমরা বলতে পারি না, আসলে আমি তার সুভাকাংখী বলেই তার অসংলগ্ন কথায় কষ্ট পাই )। সবার কাছে আমার প্রশ্ন শহিদ মানে কি- আমরা কথায় কথায় বলি শহিদ জিয়া, শহিদ রাজীব ,শহিদ অমুক, শহিদ তমুক। কিন্তু যখন যে রাজা তার কথাতেই যদি শহিদ হওয়া যেত তাহলে দেশে শহিদের সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। আবার শাহবাগ থেকে চাওয়া হচ্ছিল রাজাকার যুদ্ধাপরাধিদের বিচার। আমি অবশ্যই এর বিচার চাই। এজন্য আমি আমার সরকারকে মনে প্রানে সম্মান করি,সমর্থন করি। জামাতকে নিষিদ্ধের দাবি যৌক্তিক এবং আমি এর সমরথন করি, কারন স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতির নৈতিক অধিকার নেই। কিন্তু যদি রাজিবকে হত্যার জন্যই যদি তাদের জঙ্গি বলে নিষিদ্ধ করার দাবি তোলা হয় তবে আমার দাবি ছাত্রলীগকে বিশ্বাজিতকে হত্যার জন্য এবং অন্যান্য সন্ত্রাসী কার্জকলাপের জন্য আগে নিষিদ্ধ করতে হবে। আমি দেশে আইনের শাষন চাই। কে ক্ষমতায় আসলো বা গেল তাতে আমার মত সাধারন মানুশের কিছু যায় আসে না। তবে আমার স্বাধীনতার কথা বলে এমন দলকে আমি চাই, কিন্তু আমার ধর্ম নিয়ে কটাক্ষকারীদের প্রশ্রয় দিলে আমি তাও মেনে নিতে পারব না।
১। আমি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
২। রাজিব হত্যার বিচার চাই
৩। আমার ধর্মকে কট্যাক্ষ করা পশু ব্লগারগুলোর ফাসি চাই
৪। ইলিয়াস আলির খোজ চাই
৫। পদ্মা সেতু যাদের জন্য হল না তাদের বিচার চাই
৬। বিশ্বাজিত এর খুনি ছাত্রলীগের কর্মীদের ফাঁসি চাই
৭। তারেক জিয়ার সব অপকর্মের বিচার চাই
৮। পুলিশ মারা শিবির এর বিচার চাই
শাহবাগ যেদিন এসব নিয়ে বলতে পারবে তখনি তারুন্যের জয় হবে। জয় হবে মানুষত্বের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




