
বর্তমান নিকে আমি ৬ বছর ৪ মাস সময় সামুতে ব্লগিং করছি; যথাসম্ভব, আপনার সাথে আমার ইন্টার-এ্যাকশন হয়েছে; সম্ভাবনা আছে, আপনার লেখা আমি পড়েছি; হয়তো, আপনিও আমার পোষ্ট আপনি পড়েছেন; আমার লেখার বিষয়, পোষ্টের বিষয়বস্তু, বিয়ষের উপর ধারণা, আমার লেখার ষ্টাইল, আমার কমেন্ট, কমেন্টের বিষয়বস্তু, কমেন্টের ভাষা, কমেন্টের ফিডব্যাক ক্ষমতা, ইত্যাদি নিয়ে সম্ভব হলে, একটু ফিডব্যাক দেবেন। মানুষ একই সাথে ব্লগে বেশ কিছু সময় কাটালে, সবার মনে অন্যেকে নিয়ে একটা প্রোফাইল তৈরি হয়; অনেক ব্লগার সম্পর্কে আমাদের মনে প্রোফাইল আছে; আপনার কাছে আমার প্রোফাইলটা কি রকম?
ব্লগিং'এর মাধ্যমেই আপনাদের সাথে পরিচয় হয়েছে, কমেন্ট বিনিময় হয়েছে, হচ্ছে; আশা করছি, সহব্লগারদের থেকে ফিডব্যাক পাবো; আমি ফিডব্যাকে বিশ্বাসী। ব্লগিং'এর সবচেয়ে সুবিধা হলো, ইন্টারএ্যাকটিভ ফিডব্যাক; সামান্য সমস্যা হলো, অনেক ব্লগার, অনেক সময় লেখা নিয়ে কথা বলেন না, তাঁরা আড্ডা জাতীয় কমেন্ট করেন। আমার বেলায় বেশীরভাগই ফিডব্যাক করেন। কিন্তু সম্প্রতি আমি লক্ষ্য করছি যে, আমার বেলায়ও কিছু কিছু কমেন্ট পোষ্টের বিষয়বস্তুর সাথে মিলে না।
ব্লগার কমছেন, সাথে সাথে অনেক ব্লগার কম লিখছেন, কম কমেন্ট করছেন; কমেন্ট ব্লগারদের উৎসাহিত করে; কিন্তু লেখার উপর ফিডব্যাক না থাকলে, লেখক কোনভাবে উপকৃত হন না, তখন ব্লগিং ভার্চুয়াল আড্ডায় পরিণত হয় মাত্র।
আমি মাঝে মাঝে নিজের অবস্হা বুঝার জন্য অন্যদের মতামত, ফিডব্যাক নিতে চাই; আমার ব্লগিং নিয়ে আপনার ধারণা, আপনার মতামত জানাবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




