
পেলে ভালোই হতো; কিন্তু সম্ভাবনা নেই; একাধারে ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি থাকায়, তিনি বিবেচনা থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশী। তা'ছাড়া উনার তথাকথিত গণতান্ত্রিক সরকার ও প্রশাসন দেশ চালনায় যেই দক্ষতা দেখাচ্ছে, উহা উনার বিপক্ষে যাবে। গতকাল, জাতিসংঘের ৭৬তম সন্মেলনে উনার বক্তব্য ছিলো অনেকটা অর্থহীন, উনি স্হান, কাল, না বুঝেই কিছু কথা বলেছেন। জাতিসংঘে উনার বক্তব্য কি ধরণের হওয়া উচিত, এই ব্যাপারে উনার কোন ধারণা আছে বলে আমার মনে হয় না। এই ধরণের বক্তব্য পশ্চিমের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হওয়ার কথা নয়।
আওয়ামী লীগ ও প্রশাসনের কিছু লোকজন শেখ হাসিনাকে খুবই বিচক্ষণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান; কিন্তু সাধারণ মানুষ ও বিশ্বমত কি শেখ হাসিনাকে সেইভাবে দেখেন? যেসব বাংগালী লোকজন আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, "মার্কেল ও শেখ হাসিনার মাঝে কে বেশী মানবিক ও দক্ষ"; উত্তরটা কি হওয়ার সম্ভাবনা?
শেখ হাসিনার নোবেল পাওয়া, না পাওয়া নিয়ে, টিভির টক'শোতে ও সামু ব্লগে অনেক আলোচনা হয়েছে অতীতে; আপনারা অনেকেই এগুলো শুনেছেন, পড়েছেন। শেখ হাসিনার নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের কিছু লোক সব সময় বলে আসছেন যে, শেখ হাসিনার আসল যোগ্যতা নোবেলের থেকেও অনেক অনেক বেশী, পাওয়া তো উচিতই, এবং না পেলে কোন অসুবিধা নেই; কারণ, নোবেল উনার জন্য খুবই ছোটখাট ব্যাপার। আসলে, এসব লোকদের নোবেল নিয়ে সঠিক কোন ধারণা নেই।
এখন আপনার কি ধারণা? আমার ধারণা, শেখ হাসিনা একাধারে ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি থাকার ফলে, পশ্চিমের গণতান্ত্রিক বিশ্বের কোন বিচারক উনাকে এই পুরস্কার দেয়ার পক্ষে ভোট দেবেন না।
শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে আসছেন রাজনীতিবিদরা, মানবাধিকার কর্মীরা, মানব সেবা ও শান্তিতে নিয়োজিত ব্যক্তিরা ও প্রতিষ্ঠানসমূহ। এসব গুণাগুণের অধিকারী লোকজন, কিংবা সংস্হার সংখ্যা, একই সময়ে বিশ্বে অনেক থাকে, ফলে এখানে যোগ্য ব্যক্তি, বা সংস্হার নাম অন্তর্ভুক্ত হওয়া ও বিবেচিত হওয়া বেশ কঠিন ব্যাপার। একই সময়ে ফিজিক্স, কেমিষ্ট্রি, মেডিসিন, বা ইকোনোমিক্স'এ যে'কয়জন সায়েন্টিষ্টস রিসার্চে সামনের সারিতে আছেন তাঁদের ব্যাপারে সায়েন্টিষ্টরা সম্পুর্ণভাবে অবগত থাকেন; ফলে, সেখানে ওদিক হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। কিন্তু শান্তিতে এত বেশী লোক ও প্রতিষ্ঠান থাকে যে, না পাওয়া অবধি বলা কঠিন, কে পাবেন।
নিবেদিত-প্রাণ আওয়ামী লীগাররা জনসমক্ষে সব সময় বলে আসছেন যে, শেখ হাসিনা নোবেল পাবার যোগ্য, ও একদিন পাবেন; আবার শেখ হাসিনার বিরোধীরা বলছেন যে, শেখ হাসিনা পাবেন না। মনে হচ্ছে, সম্প্রতি আওয়ামী লীগের লোকেরা এই ব্যাপারে উৎসাহ কিছুটা হারিয়ে ফেলেছেন। যাক, আমার মনে হয়, কারো পছন্দ বা অপছন্দের কারণে নয়, ৪০ বছর একাধারে আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে উনার বিবেচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




