প্রায় তিনবছর হতে চললো নিজ দেশ ছেড়ে বিদেেশ।হয়ত খুব বেশিদিন না কিন্তু আমার কাছে মনেহয় ত্রিশবছরেরও বেশি।মাঝে একবার মাত্র দেশে যাওয়া।এই তিনবছরে এমনএকটা দিন আসেনি যেদিন মনেপড়েনি তোমার কথা।মাঝে দুএকদিন ফোন না করলেই ভাবো মেয়ে বুঝি এবার ভুলেই গেল।তারপর ফোন পেয়েই কিশো্রিদের মতো অভিমান,কখনো যদি ফোনটা বন্ধ পাও তাহলেতো ভাইটাকে জ্বালিয়ে মারো।যেভাবেই পারে এক্ষুনি যেন তোমার সাথে কথা বলিয়ে দেয়।আমার ফোন বন্ধ রাখার সব দায় যেন আমার ভাইটার! আগে যখন বলতাম এত কিসের চিন্তা তোমার আমাদের নিয়ে?তুমি বলতে মা হও তখন বুঝবে। সতিই মা এখন বুঝি তোমার সব কথার মর্ম। তোমাদের ছেড়ে থাকার কষ্ট, সেটা যে এতটা ভয়াবহ কষ্ট তা হয়তো এত দূরে না আসলে কখনোই বুঝতেই পারতামনা। সেবার যখন বাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমি জানলাম ১দিন পর।তুমি জানাতে চাওনি আমাকে।ভাই জানিয়েছে বলে কতোইনা রাগ ওর ওপর,যেন সব ঝামেলা একাই সামলাতে পারবে। হ্ম,সারাজীবন তো তাই করে এসেছো।সব ঝামেলা,সব কষ্ট একা সহ্য করেছো।কখনই কিচ্ছু বুঝতে দাওনি আমাদেরকে পাছে আমাদের পড়াশোনার ক্ষতি হয়।তুমি,বাবু সবসময় সবকিছু আমাদের কােছ লুকােত।পৃথিবীর সব ঝামেলা,সব কষ্ট থেকে আগলে রাখার তোমাদের কি প্রানান্তকর চেষ্টা। বাবুর যখন হার্ট-এটাক হোল তখনো তোমার আমাদেরকেই সান্তনা দেয়ার কত চেষ্টা। ডাক্তার যখন বললো বাহাত্তুর ঘণ্টার আগে কিছুই বলা যাবেনা শুনে আমি ব্যাকুল হয়ে কাঁদছি সেই সময়টাও তুমি আমাকে জড়িয়ে ধরে বলছিলে কিচ্ছু হবেনা তোর বাবুর দেখিস।কোথায় তোমােক আমরা সান্তনা দেবো সেই তুমিই কিনা উলটো আমাদের সাহস যোগাচ্ছ। পরে শুনেছিলাম আমাদের দুই ভাইবোনের কাছ থেকে আড়াল হয়ে কতটা পাগলের মতো তুমি কেদেঁছিলে। জানো মা,এখনো আমি মন থেকে বিশ্বাস করি শুধু তোমার জন্যই বাবু এখনো ভালো আছে। তুমি কি জানো তোমাকে সবসময় আমি আমার ভাগ্যদেবী মানি।মনেআছে তোমার, প্রতিবার রেজাল্টের আগে আগে তোমার কান ঝালাপালা করে ফেলতাম বলতে বলতে বলোনা মা রেজাল্ট কি হবে আর তুমি মাঝেমাঝে বিরক্ত হয়ে বলতে আর কতবার বলবো বল? কিন্তু আমি নাছোড়বান্দা,তবুও এক কথাই বারবার জিজ্ঞেস করতাম কারন প্রতিবার তুমি যেটা বলতে সেটাই কিভাবে যেন মিলে যেতও।শুধু পরীক্ষার বেলায় কেন সবকিছুতেই তোমার মতামত নিয়েই আমার সবকাজ করা চাই। সেই আমি এখন কতো বদলে গিয়েছি! মাঝেমাঝে মনেহয় এখন আমি তোমার মতো হয়ে গিয়েছি, জীবনে কতো কঠিন সময় পার করেছি,হয়ত করছি এখনও কিন্তু কিছুই বলা হয়না তোমাকে। শুধু শুধু দুশ্চিন্তা করবে ভেবে। নিজে মা হয়েছি বুঝতে পারি কেমন লাগবে তোমার। এখন না হয় বাকিটা জীবন আমার মেয়ে হয়েই কাটাও।আশীর্বাদ করো যেন তোমার মতো সর্বংসহা হতে পারি। চলবে,
আলোচিত ব্লগ
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।