
হায়রে কি ডিগবাজী চলছে দিবা রাত্রি
ক্ষমতাধরা হলো এবার দুর্বলের সহযাত্রি,
পল্টি খায় পাল্টা-পাল্টি আসন চায় তারা
দেখে না কেউ সে ছিল যে হারাধন সর্বহারা!
সুস্থ থেকেও অসুখের ভান করে যায় হরদম
সাধারণ জনগণের মনে প্রতি সেকেন্ডে বিভ্রম,
কমিশন কয় এক কথা ক্ষমতাসীনরা আরেক
মুমূর্ষ্যপ্রায় দলগুলো তাই সদা তাকায় বারেক!
কি হবে না কি হবে দুরু-দুরু মনে
বিড়বিড় করছে তারা, সবাই জনে জনে
নির্বাচনে কি হবে আজ সেই কথার-ই খই
ফুটছে সবার মুখে মুখে রবছে হই হই!
অলি-গলি চায়ের দোকান
পানের দোকান বটেই,
সুরুত সুরুত চা'র কাপে
কত ঘটনা রটেই?
পিঠ ঠেকেছে বি,এন,পির
আওয়ামীলীগ কয় দাঁড়াও,
জাতীয় পার্টির ডিগবাজি আজ
সকলে তারে সরাও!
পাতানো নির্বাচন হয় যদি আজ
না পেয়ে জন সমর্থন
করবে আতাঁত গোপন করে
করবে করমর্দন।
হোক নির্বাচন ফেয়ার তবে
জনগণ দেবে ভোট
চাই ফিরিয়ে ভোটাধিকার আজ
হোক না যতই জোট!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


