শুনলাম নতুন ১২০ বাস নামাবে।
আমার কয়টা প্রশ্ন?
১। রাস্তা কাটা কবে শেষ হবে?
২। হঠাৎ করে বাস আজনবী জায়গায় ব্রেক?
৩। ক্যারাবেরা করে রাস্তার মাঝে গাড়ি পার্ক?
৪। মোচড় গুলোতে বাস দাঁড়ানো?
৫। নতুন নতুন রাস্তা খোড়া?
আরও অনেক সমস্যা আছে। আমি জানি না কবে এই সব সমস্যার সমাধান হবে? একটা ম্যাস যানজটের যন্ত্রনায় মঠিত ও দলিত এই আম জনতার কষ্ঠ কবে শেষ হতে পারে কে জানে?
রুটিন কাজের মাঝে দ্রিধাম কাটাকাটি তারাতার মাহিক মরিন্দ্র যানজট সময় ও জীবনের মানেকে তিক্ত করে দিচ্ছে। সময়ের দাম নাই কাজে কাম কঠিন কাজের সানের জীবন ও দরিদ্র ইস্টিশনের নাভিস্বাস!
হে ভগবান দয়ার চোখ দাও, দুর্গা পুজার গজে চড়ে!!!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



