আমাদের দেশে নতুন সরকার আসার পর অন্য সবার মতো আমিও আসা করেছিলাম এবার মনে হয় আমাদের দেশে কিছু পরিবর্তন আসবে।
নাহ!
সেই একই ধারার সরকার
অনেক বড়ো বড়ো কথা বলার পর শুরু করলো নাম ভাংগানো পর্ব।
উহ! বঙ্গবন্ধু, তুমি বেঁচে থাকলে খুব লজ্জা পেতে এই সব দেখে।
প্রথম ভাংগা শুরু হলো চট্টগ্রাম বিমান বন্দর থেকে এবং সর্বশেষ বঙ্গবন্ধু স্টেডিয়াম এ, সামনে হয়তো আরো হবে --
আমরা কি একের পর এক এই ধরনের সরকারের অধীনে থাকবো?
ভেবেছিলাম এই সরকার অন্তত ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কূঁড়ি প্রচার করে প্রমান করবে তারা সব ভালো কাজের পক্ষে তা যে সরকারের সৃষ্টি হোক না কেন।
কিছুই আর আশা করছিনা তাদের থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




