সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওরা। সাথে রয়েছেন বেশ ক’জন শিক্ষিকাও।
ইভটিজিং নিয়ে আতঙ্ক, বখাটেদের নানা উৎপাত, প্রেমে ব্যর্থতা, হতাশা, সামাজিক কুসংস্কারসহ নানা বিষয়ে নিজেদের শারীরিক দূর্বলতা ও বিভিন্ন প্রতিকুলতার কথা ভেবে মেয়েরা ছোট করে ফেলে তাদের নিজস্ব পৃথিবীটাকে। প্রতিরোধ কিংবা প্রতিবাদের ভাষা হারিয়ে নির্বাক চেয়ে থাকে পুরুষের সহযোগিতার প্রতি, তুচ্ছ ঘটনায় তারা বেছে নেয় আত্মহননের পথ।
২০১০ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি আত্মবিশ্বাসী করে তুলতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় কারাতে (মার্শাল আর্ট) প্রশিক্ষণ কোর্সের।
সপ্তাহের প্রতি রবি ও সোমবার। সকাল/সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চলে এ প্রশিক্ষণ। এতে ইনস্ট্রাকটর হিসেবে কারাতে শেখান ফিজিক্যাল ইনস্ট্রাকটর আশরাফুল ইসলাম। মোট দেড় শতাধিক ছাত্রী অংশ নেন এ প্রশিক্ষণে।
লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ঘোষনা দিয়েছেন, কারাতে প্রশিক্ষণে প্রথম ব্ল্যাক ব্যাল্ট পাওয়া শিক্ষার্থীকে তিনি একটি সায়েন্স ফিকশন উতসর্গ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




