তুমি- সমুদ্রে ট্যুরে যাচ্ছো আমার জন্য কি আনবে?
আমি - নীলতিমি, হাঙ্গর, অক্টোপাস, ঝিনুক।
তুমি- যাহ! শুধু ফাজলামি।
আমি - আচ্চা তাহলে পুরো সমুদ্র তোমার জন্য তুলে নিয়ে আসবো।
তুমি- আবার ফাজলামি।
আমি- আচ্চা বাবা তোমার জন্য এক টুকরা সমুদ্র নিয়ে আসবো।
তুমি- আচ্চা এক টুকরাই এনো তাহলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


