ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলোকে তুচ্ছ মনে করে হৃদয় প্রসারিত করতে কয়জন ই বা পারে। কিন্তু এ কাজ যারা পারে তাদের জীবন ভালবাসায় পূর্ন হয়ে যায়। আপনার জীবনে দুঃখ থাকবেই। তাই বলে সেই দুঃখ কে জীবনের নিত্য সঙ্গী করে জীবন যাপন করা মানে হলো বিভীষিকাময় জীবন। সুখ এবং দুঃখ ধারাবাহিক ভাবে জীবনে আসবে। আপনি এখন অনেক দুঃখে কষ্টে আছেন দেখবেন একসময় আপনি সুখে থাকবেন। তাই জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ গুলোকে পরবর্তী সুখের আগমন বার্তা মনে করে সহ্য করুন, দেখবেন জীবন ভালবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে।
জীবনে চলতে গেলে আপনার সবাইকে লাগবে না। আপানার চলার পথে যারা সব সময় পাশে থাকবে তারা হলো পরিবার। আপনার হাজার হাজার বন্ধু, বান্ধবী, শুভাকাঙ্খী আছে আপনি তাদের নিয়ে গর্ব করেন। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন আপনার খারাপ সময় আসবে তখন দেখবেন গুটিকতক মানুষকে আপনি পাশে পাচ্ছেন এবং সে মানুষগুলো হলো আপনার পরিবারেরই সদস্য। তাই জীবনে চলতে গিয়ে বৃহৎ বন্ধু তালিকা না বানিয়ে মহৎ বন্ধুদের নিয়ে তালিকা বানান এবং এ সংখ্যা যত কম হবে ততো ভাল। জীবন হলো ক্ষনস্থায়ী। এই ক্ষনস্থায়ী জীবনে কি দরকার অধিক বন্ধু বানিয়ে জীবন ভারী করার। এতো দুঃখ কস্ট পুষে রাখার।
LIFE IS SHORT THING
GIRLFRIEND IS NOTHING
FATHER AND MOTHER IS EVERYTHING
SO SUPPORT FOR EVRRYTHING
জগৎ ছায়ার, আলোর। জগৎ ভালো এবং কালোরও। এ জগৎ সুখ ও দুঃখের, আশা-হতাশার, প্রাপ্তি ও অপ্রাপ্তির। অসংখ্য স্বাভাবিকের সঙ্গে অজস্র অস্বাভাবিকতাও রয়েছে জগতে। বাণিজ্যে যেমন এটা কিনলে ওটা ফ্রি রয়েছে, জীবনেও তেমন পাওয়ার বন্দোবস্ত করে দেয়। সুখ কিনতে হলে সঙ্গে দুঃখ ফ্রি। শুধু ভালোটাই জুটবে এমন প্যাকেজ ডিল মানুষকে দেওয়া হয়নি। দেওয়া হয়নি বোধ হয় ভালো রাখার জন্যই। ভালো থাকা বা না থাকা সবটা মানুষের হাতে নেই। আবার এ কথাও ঠিক, মানুষ চাইলে ভালো থাকার উপায় বের করে নিতে পারে। সে সামর্থ্য মানুষের আছে।
একটু ভাল করে ভেবে দেখবেন এই আপনার অনেক বন্ধু, আত্মীয় স্বজন আপনাকে দেয়ার মত কিছুই দেয়নি। কিছুই না। আবার অনেক কিছু দিয়েছে। তারা আপনার থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, এখনো নিচ্ছে।
হয়তো কিছু মানুষের ভালবাসা আপনি পেয়েছেন। কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক হয়েছে, ভালো কিছু ভাই- বোন পেয়েছেন, দারুণ কিছু বন্ধু পেয়েছেন। কিন্তু হিসেব মিলিয়ে দেখুন তারা বেশিরভাগই এখন আপনার অপরিচিতদের লিস্টে, অথবা আপনি তাদের অপরিচিত লিস্টে। কারো কারো সাথে লাস্ট কবে কথা হয়েছে/ কবে ফোন করেছেন কবে দেখা করেছেন সেই ডেট টা বের করা আপনার জন্য এভারেস্ট জয়ের সমান। কেউ কেউ সেই কবেই হারিয়ে গেছে। আর ফিরে আসেনি।
জীবনে আপনি যখন সুখের সময়ে থাকবেন, আপনার সুখে থাকা মুহূর্ত গুলো সবাইকে চিন্তায় ফেলবে। আপনি যতদিন সুখ/আরাম আয়েশে থাকবেন ততোদিন সবাই আপনাকে মনে রাখবে। আপনি দুঃখের সময়ে থাকবেন, যখন আপনার কোনো সফলতা থাকবে না তখন আপনার পাশে কেউ নাই। আপনি শেষ। অথচ আপনি ভাববেন কত মানুষ না জানি আপনাকে মনে রেখেছে, আপনাকে অমুক তমুক নিশ্চই মিস করছে। হাউ কিউট চিন্তা ভাবনা!! কিন্তু বিশ্বাস করুন একমাত্র আপনার পরিবার আর গুটিকতক কাছের মানুষ ছাড়া বাকি কেউ মনেই করে নি।
জীবন হলো ক্ষনস্থায়ী। দুচোখ বন্ধ করলে যেখানে শূন্যতা ছাড়া কিছুই দেখা যায় না, সেখানে কি লাভ দুঃখ কষ্টকে জীবনের সাথে বয়ে নিয়ে বেড়ানোর।