somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চিন্তকলোনীর গিনিপিগদের জন্য মৃত্যু বিষয়ক সরকারী প্রেসনো্ট

১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গনগিনিপিগতন্ত্রী নিশ্চিন্তকলোনীতে স্বাগতম ।



নিন্মলিখিত মৃত্যুর স্ববিস্তার বিকল্পগুলো ‘আবালবৃদ্ধবনীতা’ গিনিপিগনের জন্য বাধ্যতামুলক পছন্দক্রম । নিশ্চয়ই সকল গিনিপিগকে মৃত্যুকে বরন করিতে হবে । তাই প্রত্যেক গিনিপিগের একটি করিয়া বিকল্প বাছিয়া নেওয়া একজন সচেতন গিনিপিগ হিসাবে অবশ্য কর্তব্য । এইসবের বাহিরে যেকোন স্বাভাবিক উর্ধ্বগমনে সেন্সরড নিশেধাজ্ঞা আরোপ করা হলো । সম্পুর্ন পরিতোষের অঙ্গিকার প্রদান করিয়া এবং বাক শালীনতা বজায় রাখিয়া পরিচালন পর্ষদ নিশ্চিন্ত নিশ্চয়তা প্রদান করিতেছে যে পছন্দক্রম একবার নির্বাচনের পর পুর্বাবস্থায় পুনরায় প্রত্যাবর্তন অসম্ভব । গিনিপিগগন প্রদত্ত গিনি মানব কল্যাণের বৃহত্তর সার্থে অমাত্যতন্ত্রের পুষ্পোদ্যান ও অন্তঃপুরের অলংকরনে ব্যবহৃত হইবেঃ-



ক) অগ্নি্ ঝলক পদ্ধতিঃ গিনিপিগপুরে গিনিপিগগনের সুবিধার কথা বিবেচনা করিয়া সৃষ্টির অন্যতম চার মৌলিক উপাদান-অগ্নি, বায়ু, পানি আর মৃত্তিকার অবাধ ব্যবহারের উপর করারোপ করা হয় নাই । আসণ্ণ শীতকালে অগ্নি নামক এই মৌলিক উপাদান গিনিপিগ কলোনীতে উষ্ণতার যোগান দিবে । শীতের বিকেলে নিশ্চিন্তে আহার সন্ধানরত গিনিপিগদের জন্য ইহা একটি স্পেশাল অফার । গিনিপিগ গন আগুন যথাযথ ব্যবহারের ও মাখামাখিতে পরিনত হবেন উত্তপ্ত উপলের রঙে রাঙা মাংসস্তুপে । পদ্মরাগমণি আর চুনিগুলো পুড়ে পুড়ে কয়েকশত বছর পরে গিনিপিগকলোনীর সমৃদ্ধির কাঁচামালে পরিনত হবে । মাংশপিন্ড গুলো কয়েকশত বছর পরে হয়ে যাবে হীরকখন্ড । আর আগুনের উষ্ণতা নিশ্চিন্তচিত্তে গ্রহন করিবে যারা তাদের মাঝে দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচিত ১১৪ জনকে এক অজুত পরিমান নগত সান্তনার সাথে ফ্রি দেয়া হবে গার্হস্থ নিরাপত্তা বিষয়ক উদারচিত্ত বিবৃতি । এছাড়া অগ্নির রুপে মাংশফুলের পাপড়িকে রাঙিয়ে তুলতে অম্লের সক্ষমতারও ঝলসানো স্বীকৃতি প্রদান করা হলো ।


অথবা



খ) পিসকিপারের গোলাপ সৃষ্টিঃ লালের বিনিময়ে অর্জিত এই গিনিপিগকলোনীতে লালের প্রয়োজনীতা বিবেচনায় ‘খুন’ খুবই রোমান্টিক এক প্রকার মৃত্যু হিসাবে ঘোসনা দেয়া হল । যে কেউ যে কাউকে পিসকিপার মেশিন ঠেকিয়ে দিতে পারে নতুন একটা গোলাপ সৃষ্টির জন্য যেভাবে পুরাণের প্রেমের দেবীর ভেনাসের পায়ের রক্ত থেকে প্রথম গোলাপ সৃষ্টি হয়েছিল । এছাড়া, লাল রং জাতীয় হিসাবে ঘোসিত হল । এখানে আরো লাল চাই । লাল উৎসবে রঙিণ হোক কলোনী । ডানা ভাঙা মুনিয়ার গলার রক্তলালে রঞ্জিত হবে মৃত গোলাপের শহর । মৃত্যু দেয়ালের সামনে একটা বুলেটের অপেক্ষায় থাকা দস্তভস্কিরা বেঁচে যায় কালেভাদ্রে, তবে এই শ্রেনির সব গিনিপিগ হবে লোরকার মত, উর্দিপড়া আততায়ীর একটা বুলেট সিক্সচেম্বার থেকে বেরিয়ে করোটিতে একটা সুরঙ্গের সৃষ্টি করবে । তবে পরিচালন পর্ষদ আশ্বাস প্রদান করিতেছে যে, সুড়ঙ্গের অপর পাশে আলোর ঝলক অবশ্যই থাকবে । ‘আয়রন ফেলিক্স’ এর প্রকাশ্য উঠিয়ে নিয়ে যাওয়ার ফলশ্রুতিতে এই শ্রেনীর কিছু ‘বাধ্যানুগ ফ্যান’ আর ফিরে আসবে না । পাল্টাপ্রতিঘাত, পিস্টল-পিস্টলখেলা - আইনশৃঙ্খলা রক্ষায় ‘যারপরনাই’ গুরুত্বপুর্ন এইসব ‘রেড টেরর’ । এর বিরুদ্ধচারী যত ‘লিমন’ থাকবে তাদের অচিরেই গুম, গুপ্তখুনের আওতায় আনা হবে । এখানে উতসব করা হবে শাদা জামা পড়া বিশ্বজিত দের জামায় লাল রঙ ঢেলে দিয়ে । নিশ্চিন্তকলোনী হয়ে উঠবে লাল গোলাপের বাগান । এখানে গোলাপ ও বিলাপ জন্মদানকারী মৃতদের পরিবারের সদস্যদের জন্য বোনাস হিসাবে থাকছে আনলিমিটেড শোক ।



বিশেষ টীকাঃ বাজেটের স্বপ্লতা হেতু নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকের নিজ নিজ কফিন খরচ নিজেকেই প্রদান করিতে আদেশ প্রদান দেয়া হল । গিনিপিগকরোটি কফিনে পচে গেলে আবার সেই কফিন ব্যবহার করা হবে । উল্লেখ্য বর্তমানে কফিন সঙ্কট চলছে ।


অথবা



গ) দৈব চয়ন পদ্ধতিঃঘুমের ঘোরে জলবিয়োগরত গাধার আকস্মিক মত্যু কিংবা কমোডে ডুবে বা ফ্যানের পাখার আঘাতে তেলাপোকার মৃত্যু এই পছন্দক্রমের সাথে সাদৃশ্যপুর্ন । যারা ললিকপ্টারে চড়ে মৃত্যুকে দেখে যেতে চান তাদের জন্য এই অপশনটি একটি স্পেশাল ডেথডে অফার । গিনিপিগগনের জ্যামিতিক বংশবৃদ্ধি রোধে এই পছন্দক্রমের যথেষ্ঠ উপযোগিতা রহিয়াছে । গরুছাগল চেনা গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স না দেয়াটাও গিনিপিগাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে বিধায় যারা গিনিপিগ চিনে, গরু চিনে, সিগন্যাল বাতি চিনে তাদের সবাইকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে । পথচারী গিনিপিগদের দোষ না থাকলে নিশ্চয়ই আল্লাহ তার নিজের মাল নিজের কাছে উঠাইয়া নিয়া যাইবে না । এছাড়া যেহেতু নৌপথে যোগাযোগ সাশ্রয়ী, তাই রাস্তাঘাটে কিছু খালবিল সৃষ্টি হইলে সেখানে নৌকা চলিতে পারিবে । রানীমাতার আজ্ঞাবাহী সুবিচক ‘দেশপ্রেমিক’গন সিদ্ধান্ত নিয়াছেন যে লঞ্চডুবিতে নিহত গিনগিগ পরিবারকে প্রতিটি গিনিপিগের বদলে একটি করে রামছাগল দেওয়া হবে । শোকের প্যারেডে নিরীহ গিনিপিগগনকে গিনিপিগমাতার নামে জয়ধ্বনি দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে । এইসকল মত্যুতে সুশিল নিন্দাবাক্য জ্ঞাপনকারীদের বেফাঁস মুখটাকে বাবুই পাখির ঠোটের কাছে সমার্পন করা হবে ।




সবশেষে পরিচালন কর্তপক্ষ বরাতে জানানো যাচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরনের কাহারই উপহার প্রমানপত্র প্রাপ্তব্য নহে ।উপরে বর্ণিত পছন্দক্রম সমূহ গিনিপিগসমাজের মত্যু সংক্রান্ত আইন হিসাবে গন্য হইবে । নিশ্চিন্তকলোনীর অমাত্যজনেরা তাহা প্রয়োগ করিবেন, এই সংক্রান্ত অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে ইহাই হইবে নির্দেশক । সকল গিনিপিগকে স্বান্ধকালীন অমানিশায় একটা আনন্দদায়ক ডেথট্রিপের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারী একা কেন হবে চরিত্রহীন।পুরুষ তুমি কেন নিবি না এই বোজার ঋন।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১২:৫৪



আমাদের সমাজে সারাজীবন ধরে মেয়েদেরকেই কেনও ভালো মেয়ে হিসাবে প্রমান করতে হবে! মেয়ে বোলে কি ? নাকি মেয়েরা এই সমাজে অন্য কোন গ্রহ থেকে ভাড়া এসেছে । সব... ...বাকিটুকু পড়ুন

মুসলিম কি সাহাবায়ে কেরামের (রা.) অনুরূপ মতভেদে লিপ্ত হয়ে পরস্পর যুদ্ধ করবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৪৯




সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

মসজিদে মসজিদে মোল্লা,ও কমিটি নতুন আইনে চালাচ্ছে সমাজ.

লিখেছেন এম ডি মুসা, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১০:২৩

গত সপ্তাহে ভোলার জাহানপুর ইউনিয়নের চরফ্যাশন ওমরাবাজ গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকটি নিয়মিত মসজিদে যেত না, মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জানা গেল সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, স্বীকারোক্তিতে সে... ...বাকিটুকু পড়ুন

=সকল বিষাদ পিছনে রেখে হাঁটো পথ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৩৮



©কাজী ফাতেমা ছবি

বিতৃষ্ণায় যদি মন ছেয়ে যায় তোমার কখনো
অথবা রোদ্দুর পুড়া সময়ের আক্রমণে তুমি নাজেহাল
বিষাদ মনে পুষো কখনো অথবা,
বাস্তবতার পেরেশানী মাথায় নিয়ে কখনো পথ চলো,
কিংবা বিরহ ব্যথায় কাতর তুমি, চুপসে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে বিরোধী মতের কাউকে নীতি মালায় নিলে কি সত্যি আনন্দ পাওয়া যায়।

লিখেছেন লেখার খাতা, ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

ব্লগ এমন এক স্থান, যেখানে মতের অমিলের কারণে, চকলেটের কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক তর্কাতর্কি বিতর্ক কাটা কাটি মারামারি মন্তব্যে প্রতিমন্তব্যে আঘাত এগুলো যেনো নিত্য নৈমিত্তিক বিষয়। ব্লগটি... ...বাকিটুকু পড়ুন

×