ব্লগ দিবসে গেলাম থাকলাম অনেক কিছুই হলো । ভালো লাগলো। এবার সময় মুল্যায়নের। আমি এই নিয়ে দ্বিতীয়বার গেলাম।
সাল ২০১০ ব্লগে নতুন ঢুকেছি। তখন বুঝতাম না A Team কি। ছাগু, ভাদা এরা কি। CTN কি মহান জিনিষ
যাই হোক আমি আলোচনা করতে চাচ্ছি ২০১০ ও ২০১১ সালের ব্লগ দিবস নিয়ে আমার দেখা। গত ব্লগ দিবসে পরিচিত হয়েছিলাম বাঁধন ভাই এর সাথে রামু দার সাথে কাল পুরুষ দার সাথে জিসান মামা, নুরুন্নেসা খালা সহ আরো অনেকের সাথে। ভেবেছিলাম উনাদের সাথে সত্যিকারের ভাই বেরাদার সম্পর্ক গরে উঠবে যেমন আছে শিপু ভাই , আরিফ রায়হান মাহী, বাল্যবন্ধুদের সাথে।
কিন্তু সময়ের প্র্যজনে মানুষের ভোল পাল্টাতে সময় লাগে না, অনেকের লাগেও নি। সে যাই হোক সে সব তিক্ত বিষয় নিয়ে কথা না বলাই ভালো। গত বছর আয়োজন টি করেছিলো সামু একা এবং সেটা হয়েছিলো তাদের নিজেদের কার্যালয়ে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আমাদের টাকলা বিডি নিউজ ওয়ালা কৌশিক। উপস্থাপনা ছিলো প্রথম শ্রেনীর। প্রধান অতিথি আনিসুজ্জামান স্যার। অনুষ্ঠান টা ছিলো শুধুই ব্লগারদের। চটপটি ফুচকা কফি দিয়ে সাজানো অনুষ্ঠানে অনেক মজাই করেছিলাম। মনে পরে যায় মনসুর ভাইয়ের রাজাকারের প্রতি ঘৃণা সেই সাও**র পোলা বলে গালিতে। কাচ্চি খাওয়ার আকুল আবেদনে
সাল ২০১১ সাল সামু আবার ও আয়োজন করলো বাংলা ব্লগ দিবস। এবার সামু একা নয় এবার সাথে ১৬ টি ব্লগ (বাংলা নিউজ ও প্রতীক শেষ সংযুক্তি) কিন্তু এবারের অনুঠানে তৈল চর্চার পরিমান কিছুটা বেশি। সরকারি লোক আনা হলো যদিও আনিসুজ্জামান স্যার এর ভাষন অসাধারন ছিলো। কিন্তু সরকারি লোকেদের কথা গুলো মিষ্টি শোনালেও তার পিছনে বিদ্রুপ ও ছিলো বলে মনে হয়। অনেকে বলেন সরকারি লোকেদের ভয়েই আসিফ ভাই( মগা চিপ নামে খ্যাত
আশা করি ২০১২ তে আমুল পরিবর্তন হবে। আবার আমাদের ব্লগারদের মিলনমেলা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


