২০১৯ সালের দ্বিতীয় দিন আজ। প্রায় এক বছর বিরতির পর এখানে। ব্লগের প্রতি অভিমান ছিলো এখনো যে নেই এমন টা নয়। সময়ের সাথে আমরা অনেক ম্যচুর্ড হয়েছি কিন্তু কিছু ছোট বেলার অভ্যাস টিকে থাকা ভালো। যেমন ব্লগিং। আমার ভালো লাগে তাই করি। এখন থেকে আবার নিয়মিত ব্লগিং করবো এই সিদ্ধান্ত নিলাম।
একটা ছোট্ট গল্প বলে আজকে এইখানেই থামি,
শিক্ষামন্ত্রীকে গাধা বলায় এক ব্যক্তির দুই দফা জরিমানা হলো।
প্রথম দফাঃ শিক্ষামন্ত্রীকে অপমান করার জন্যে।
দ্বিতীয় দফাঃ রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার জন্যে।
- সোভিয়েত জোকস
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


