জীবনে কিছু প্রশ্ন থাকে, যার উত্তর কোনোদিনই মেলে না… কিছু ভুল থাকে, যা চাইলেও আর শোধরানো যায় না… আর কিছু কষ্ট থাকে, যা ভাষায় প্রকাশ করার মতো শক্তি কারও থাকে না।
ঠিক তেমনই আমার জীবন—অজানা প্রশ্নে, অশোধরানো ভুলে আর অব্যক্ত কষ্টে ভরা এক নীরব যাত্রা। �
প্রতিদিন নতুন ঘটনা ঘটে, কেউ আসে, কেউ হারিয়ে যায়, কিন্তু কিছু শূন্যতা থেকে যায় চিরকাল। মানুষ ভাবে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সত্যি বলতে সময় শুধু কষ্টের রঙটাকে একটু হালকা করে দেয়, ব্যথাটা কিন্তু রয়ে যায় আগের মতোই গভীরে, নিঃশব্দে
অজানা প্রশ্নের গল্প
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



