ফাহমিদা নাফসিন রাইসা
আমি স্বপ্ন দেখি স্বপ্নে,
আর কল্পনা করি কল্পিত ভাবে।
তুমিকি আছো?
নাকি নেই তাও জানিনা।
তবুও মন চায় তোমাকে।
নিল? তুমি কই?
স্বপ্নে তে আসো রোজ।
তবেকি আমি তোমার জীবনে না আসতে পারা পাখি?
যার সন্ধান তোমার কাছে এখনও নিখোঁজ?
আমি অনুভব করি তোমায় আমার সকল হাঁসির মাঝে,
আর কষ্টে চাই তোমার ঠিকানা।
তুমি কি সত্যি খোঁজ না,
আমাকে পাওয়ার কোন এক অজানা বাহানা?
আমি শান্তি খুঁজি তোমার নামে,
তুমিকি বুঝনা?
কেও তোমার অপেক্ষাতে থাকে...
কে তুমি নিল?

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



