
তুমি আসো ভোরের আলো নিয়ে,
হৃদয়কে দাও উষ্ণতার ছোঁয়া সয়ে।
তোমার চোখের দীপ্তি, যেন তারার খেলা,
মোর দুঃখ ভাসে নদীর মতো বেলা।
তুমি হাসলে ঘরে আসে ফুলের গন্ধ,
চাঁদের আলোও লাজুক হয়ে থাকে অন্তরন্ধ।
তোমার হাত ছুঁলে গান ওঠে প্রাণে,
প্রেমের সুর বাজে হৃদয়ের মানে।
অমর এই মুহূর্ত, স্পর্শে তোমার আমার,
জীবন হয়ে ওঠে এক অমলিন প্রিয় গল্পের যাত্রা।
শৈশবের সোনালি যুগের স্মৃতি
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



